শেষ আপডেট: 28th September 2024 14:37
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচ যে ড্রয়ের দিকে এগোচ্ছে, তা কার্যত বলা যেতেই পারে। টানা বৃষ্টির জেরে ভেস্তে গেল দ্বিতীয় দিনের খেলাও। এই টেস্ট ম্যাচের ২ দিনে মাত্র ৩৫ ওভারই খেলা হয়েছে। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে।
প্রসঙ্গত, শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই এই টেস্ট ম্যাচের সঙ্গে বৃষ্টি যেন লুকোচুরি খেলছিল। কখনও ঝমঝমিয়ে, কখনও বা আবার ঝিরঝিরে। কিন্তু, বৃষ্টি একেবারে থেমে গিয়েছে, এমন দৃশ্য কিন্তু একেবারে দেখতে পাওয়া যায়নি। সেকারণে বৃষ্টিস্নাত গ্রিন পার্ক স্টেডিয়ামে একটা বলও গড়াল না।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, ম্যাচের তৃতীয় দিন অর্থাৎ রবিবার কেমন থাকবে আবহাওয়া? স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, রবিবার আকাশের মুখ কিছুটা হলেও উজ্জ্বল হতে পারে। কিন্তু যদি শনিবার গোটা রাতই বৃষ্টি হয়, তাহলে আগামীকালও এই ম্যাচ কতক্ষণে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গোটা মাঠ ঢাকা থাকলেও, নাগাড়ে বৃষ্টির কারণে আউটফিল্ডের অবস্থা যথেষ্ট শোচনীয় হয়ে গিয়েছে। পাশাপাশি উইকেটও যথেষ্ট স্যাঁতস্যাঁতে। অ্যাকুওয়েদার থেকে আবার জানা গিয়েছে, রবিবার আবহাওয়ার উন্নতি হলেও সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় দিনের মতো খারাপ পরিস্থিতি হয়ত হবে না। এই অবস্থায় অপেক্ষা করা ছাড়া আর কোনও রাস্তা দুটো দলের কাছে খোলা নেই।
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। এই সিরিজের প্রথম ম্যাচটা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে টিম ইন্ডিয়া ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল। আশা ছিল, কানপুরে বাংলাদেশের টাইগারদের হয়ত হোয়াইটওয়াশ করতে পারবে রোহিত শর্মার দল। কিন্তু, এই ওয়েদারে ড্র ছাড়া অন্য কোনও ফলাফল আশা করাও নেহাতই বাতুলতা।