শেষ আপডেট: 27th September 2024 12:46
দ্য ওয়াল ব্যুরো: কানপুর টেস্টের শুরুটাও ভাল করতে পারল না বাংলাদেশ ক্রিকেট দল। টস হেরে তারা প্রথমে ব্যাট করতে নামে। শুরুটা দেখেশুনে করলেও দ্রুত প্যাভিলিয়নের রাস্তা ধরেন শাদমান ইসলাম এবং জাকির হোসেন। জাকির তো রানের খাতাই খুলতে পারলেন না। অন্যদিকে শাদমান ২৪ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরলেন। সবচেয়ে বড় কথা, দুটো উইকেটই শিকার করেছেন বাংলার পেসার আকাশ দীপ। প্রথমদিনের মধ্যাহ্নভোজে বাংলাদেশ ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ৭৪ রান করেছে।
জাকিরের উইকেট হারাতেই বাংলাদেশ প্রথম ধাক্কা খায়। নিজের প্রথম ওভারেই আকাশদীপ এই টাইগার ওপেনারের উইকেট শিকার করলেন। ৮.৩ ওভারে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল জাকিরকে।
তবে অন-ফিল্ড আম্পায়ার অবশ্য প্রথমে আউট দিতে চাননি। ক্যাচটা কতটা বৈধ, তা পরীক্ষা করেন তিনি। অফসাইডের বাইরে একটা লেংথ ডেলিভারি সামনে এগিয়ে এসে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন জাকির। কিন্তু, হাত শক্ত থাকার কারণে বলটা তাঁর ব্যাটের বাইরের কানায় লাগে। ক্যাচটা একটু নীচু হলেও, স্লিপে দাঁড়িয়ে তা ধরতে কোনও অসুবিধে হয়নি যশস্বীর। ২৪ বল খেললেও জাকির কোনও রান করতে পারেননি। তিনি যখন ফিরে যাচ্ছিলেন, সেইসময় বাংলাদেশ মাত্র ২৬ রান করতে পেরেছে।
বাংলাদেশ ক্রিকেট দলকে ১২.১ ওভারে ফের 'জোর কা ঝটকা' দিলেন সেই আকাশ দীপই। এবার তাঁর শিকার শাদমান ইসলাম। এলবিডব্লিউ আউট হয়ে তাঁকে ফিরতে হল। এক্ষেত্রেও আম্পায়ার প্রথমে আউট দেননি। কিন্তু, রোহিত ডিআরএস গ্রহণের সিদ্ধান্ত নেন।
বলটা ফ্লিক করতে গিয়েছিলেন শাদমান। বল ট্র্যাকিংয়ে দেখতে পাওয়া যায় বাংলাদেশের এই ব্যাটারের পা মিডল এবং লেগ স্টাম্পে ছিল। মাত্র ২৯ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। আপাতত উইকেটে রয়েছেন মোমিনুল হক এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।