শেষ আপডেট: 1st October 2024 14:03
দ্য ওয়াল বাংলা: অবশেষে হল স্বপ্ন পূরণ। কানপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ ভারতীয় ক্রিকেট দলের। বৃষ্টির কারণে এই ম্যাচ আদৌ অমীমাংসিত থাকবে কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে টাইগারবাহিনীকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।
এই সিরিজ খেলতে নামার আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছিল বাংলাদেশ। সেকারণে তাদের আত্মবিশ্বাস একেবারে সপ্তম স্বর্গে ছিল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ভারতকে তারা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবেন। কিন্তু, কোথায় কী? সিরিজের জোড়া টেস্ট ম্য়াচেই রোহিত শর্মার দল সহজ জয়লাভ করেছে।
ইতিপূর্বে চেন্নাই টেস্টে বাংলাদেশকে কার্যত উড়িয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ২৮০ রানের একটা বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ যে জিততে পারবে, এমন কোনও প্রত্যাশা ছিল না। কিন্তু, কানপুরে বৃষ্টির কারণে প্রথম তিন দিন মাত্র খেলা হয়নি বললেই চলে। মাত্র ৩৫ ওভার খেলা হওয়ার পর অনেকেই আশঙ্কা করেছিলেন, এই টেস্ট ম্যাচটা হয়ত ড্র হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ কিছুটা হলেও নিজেদের সম্মান বাঁচাতে পারত। কিন্তু, শেষ ২ দিন রোদ ঝলমলে আকাশে টাইগারদের সেই স্বপ্নটাও কার্যত চুরমার হয়ে গেল।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন। প্রথমদিন ৩৫ ওভার শেষে বাংলাদেশ ক্রিকেট দল তিন উইকেট হারিয়ে ১০৭ রান করেছিল। এরপর চতুর্থদিন তারা ২৩৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ভারতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে।
এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে কার্যত নতিস্বীকার করে। ১৪৬ রানে তারা অলআউট হয়ে যায়। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৫০ রান করেন দলের ওপেনার শাদমান ইসলাম। ভারতের সামনে জয়ের জন্য ৯৪ রানের টার্গেট ছিল। রোহিত শর্মা (৮) এবং শুভমান গিল (৬) জলদি প্যাভিলিয়নে ফিরে গেলেও বিরাট কোহলি (অপরাজিত ২৯ রান) এবং যশস্বী জয়সওয়াল (৫১) টিম ইন্ডিয়ার জয়ের রাস্তা প্রশস্থ করেন। জয়সওয়ালের হাফসেঞ্চুরির দৌলতে অবশেষে শেষ দিনের অন্তিম সেশন বাকি থাকতেই টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত হয়ে যায়।