শেষ আপডেট: 23rd September 2024 15:03
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভের পর ভারতীয় ক্রিকেট দল চলতি টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। এই সিরিজের দ্বিতীয় তথা অন্তিম ম্যাচটি কানপুরে আয়োজন করা হবে। প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। কিন্তু, জয়ের পরও টিম ইন্ডিয়ার কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ থেকেই যাবে।
প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। কিন্তু, টিম ইন্ডিয়ার দুই সিনিয়র ক্রিকেটারের খারাপ ফর্মের কারণে চিন্তার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে। ভারতীয় ক্রিকেটের সাফল্যে এই দুই ব্যাটারের অবদান অনস্বীকার্য।
প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম শক্তিশালী স্তম্ভ এই দুই সিনিয়র ব্যাটার। কিন্তু, চেন্নাই টেস্টে এই দুই ব্যাটারের ফ্লপ পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট সমর্থকদের যারপরনাই হতাশ করেছে। চেন্নাই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে রোহিত শর্মা ৬ রান এবং দ্বিতীয় ইনিংসে ৫ রান করেছেন।
দুই ইনিংসেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে আউট করেছেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মেহমুদ। এর পাশাপাশি বিরাট কোহলি প্রথম ইনিংসে ৬ এবং দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেছেন। এই দুই ব্যাটারের খারাপ ফর্ম কানপুর টেস্টের আগে টিম ইন্ডিয়ার চিন্তা অনেকটাই বাড়াচ্ছে।
এই দুই ব্যাটার ছাড়া ভারতের বাকি ক্রিকেটাররা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলির থেকে ভাল ব্যাটিং পারফরম্যান্স প্রত্যাশা করা হচ্ছে। অনেকদিন পর টেস্ট ক্রিকেটে কামব্যাক করেছেন বিরাট কোহলি। ইতিপূর্বে তিনি চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করেছিলেন। সেইসময় দ্বিতীয়বার বাবা হয়েছিলেন বিরাট কোহলি।