শেষ আপডেট: 17th September 2024 12:50
দ্য ওয়াল ব্যুরো: আগামী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে রোহিত শর্মার নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটা চেন্নাইয়ে এবং পরেরটা কানপুরে আয়োজন করা হবে।
এই সিরিজে রোহিত জোড়া রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মা যদি নিজের বিধ্বংসী ব্যাটিং ফর্ম বজায় রাখতে পারেন, তাহলে তাঁর সামনে বীরেন্দ্র সেহওয়াগ এবং রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সাইকেলে রোহিত শর্মা এখনও পর্যন্ত যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। ৯ ম্যাচের ১৬ ইনিংসে তিনি ৪৬.৬৬ ব্যাটিং গড়়ে মোট ৭০০ রান করেছেন। ইতিমধ্যে তিনি তিনটে করে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি করেছেন। রোহিতের সর্বাধিক স্কোর ১৩১ রান। বর্তমান চ্যাম্পিয়নশিপে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় তিনি ১২ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৮৪ ছক্কা হাঁকিয়েছেন।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এই সিরিজে আর আটটি ছক্কা হাঁকাতে পারলে, তিনি ৯২-এর ঘরে পা রাখবেন। আর সেইসঙ্গে 'নজফগড়ের নবাব' বীরেন্দ্র সেহওয়াগকে টপকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড গড়বেন তিনি।
তবে বর্তমানে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড বেন স্টোকসের কাছে রয়েছে। লাল বলের ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত মোট ১৩১ ছক্কা হাঁকিয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউ জিল্যান্ডের প্রাক্তন ব্যাটার ব্রেন্ডন ম্যাককুলাম (১০৭)। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট (১০০)।
এই সিরিজে 'হিটম্যান'-এর কাছে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করার সুযোগ রয়েছে। তিনি এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮৩ ম্যাচে মোট ৪৮ সেঞ্চুরি করেছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মা যদি দুটো শতরান করতে পারেন, তাহলেই সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করতে পারবেন। টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলিই এই কৃতিত্ব অর্জন করেছেন। পাশাপাশি রোহিত শর্মা এই টেস্ট সিরিজে যদি একটাও শতরান করেন, তাহলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক শতরানের তালিকায় তিনি রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে দিতে পারবেন।