শেষ আপডেট: 10th September 2024 12:32
দ্য ওয়াল ব্যুরো: লম্বা ব্রেকের পর আবারও মাঠে ফিরছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই টেস্ট সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইয়ে আয়োজন করা হচ্ছে। অনেকে তো আবার মাঠে গিয়েও খেলা উপভোগ করবেন বলে মনস্থির করে ফেলেছেন। কিন্তু, এমএ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে টিকিটের দাম কত হবে, তা নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচের টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম এক হাজার টাকা রাখা হয়েছে। তবে সর্বাধিক মূল্য ১৫ হাজার টাকা। ১৫ হাজার টাকায় আপনি প্রিমিয়াম টিকিট কাটতে পারবেন। এই টিকিটে আপনাকে খাবারও পরিবেশন করা হবে।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচের টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু, আপনি কীভাবে এই টিকিট বুক করবেন, আসুন সেই ব্যাপারে আলোচনা করা যাক।
টিকিট বুক করার জন্য আপনাকে প্রথমে পেটিএম অ্যাপ কিংবা ওয়েবসাইটে যেতে হবে।
এবার আপনাকে সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে IDFC।
এরপর ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচের অপশনে ক্লিক করুন।
সেখানে আপনি BUY NOW অপশন দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।
এবার স্টেডিয়ামে আপনি নিজের পছন্দমতো জায়গা ঠিক করে নিন।
আসন বেছে নেওয়ার পর কতগুলো টিকিট কাটবেন এবং সিট নম্বর ঠিক করুন।
টিকিটের দাম ১০০০ টাকা, ১২৫০ টাকা, ২০০০ টাকা, ৫০০০ টাকা, ১০০০০ টাকা এবং ১৫০০০ টাকা ধার্য্য করা হয়েছে।
টিকিটের সংখ্যা এবং আসন নির্বাচন করার পর তা কার্টে অ্যাড করতে হবে।
সবশেষে আপনাকে Paytm, UPI, Card Payment, Net Banking কিংবা EMI-এর সাহায্যে পেমেন্ট করে টিকিট বুক করতে হবে।