শেষ আপডেট: 27th September 2024 13:15
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। চেন্নাইয়ে আয়োজিত সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছিল। কানপুরে এই দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে। গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজিত এই টেস্ট ম্যাচের প্রথম দিন লাঞ্চ ব্রেক পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ৭৪ রান করেছে।
এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। একথা আপনাদের কারোর কাছেই অজানা নয়। কিন্তু, দলের ভাইস ক্যাপ্টেন্সি কাউকে দেওয়া হয়নি। গত মাসে টিম ইন্ডিয়া যখন শ্রীলঙ্কা সফরে গিয়েছিল, সেই সময় দলের সহ অধিনায়ক ছিলেন শুভমান গিল। কিন্তু, এই সিরিজে ভারত কোনও ভাইস ক্যাপ্টেন ছাড়াই খেলতে নেমেছে।
কিন্তু, কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তবে টিম ইন্ডিয়ার অ্যাসিস্টেন্ট কোচ অভিষেক নায়ার বিষয়টা খোলসা করলেন।
টিম ইন্ডিয়ার সহকারি কোচ অভিষেক নায়ার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার আপাতত কোনও ভাইস ক্যাপ্টেনের দরকার নেই। টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে দলে ঋষভ পন্থ এবং শুভমান গিলের মতো তারকা ক্রিকেটার রয়েছেন। আইপিএল টুর্নামেন্টে তাঁদের ক্যাপ্টেন্সির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই তালিকায় আগামীদিনে যশস্বী জয়সওয়ালের নামও নথিভুক্ত হবে। আইপিএল টুর্নামেন্টে নেতৃত্ব দেওয়ার জন্য ও মানসিকভাবে যথেষ্ট প্রস্তুত।