শেষ আপডেট: 27th September 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচের নিরাপত্তা আরও আঁটসাঁট করতে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিশন একটি অভিনব পন্থা গ্রহণ করেছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কয়েকটি হনুমান ভাড়া করে নিয়ে আসা হয়েছে। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
কেন গ্রহণ করা হল এমন পদক্ষেপ? আমরা সচরাচর দেখে থাকি যে বিভিন্ন জায়গায় হনুমানের দল মানুষের হাত থেকে কখনও খাবার-দাবার, কখনও বা আবার মোবাইল ফোন ছিনতাই করে। আর হনুমানের এই অভ্যাস আটকানোর জন্যই সৎ উদ্দেশ্যে কাজে লাগানো হচ্ছে।
কী হয়েছে ব্যাপারটা, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একদল লেঙ্গুর এবং 'মাদারি' ভাড়া করা হয়েছে। যাতে কোনও হনুমান যদি স্টেডিয়ামে আসা দর্শকদের হাত থেকে খাবার কিংবা মোবাইল ফোন কেড়েও নেয়, তাহলে অন্তত এই প্রশিক্ষিত লেঙ্গুরের দল তা ফিরিয়ে আনতে পারবে।
পাশাপাশি মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষীও। তবে এই লেঙ্গুরের দল যে কানপুর টেস্টে নিরাপত্তার আরও একটা স্তর বাড়িয়ে দিল তা বলা যেতেই পারে। গ্রিন পার্ক স্টেডিয়ামের ডিরেক্টর সঞ্জয় কাপুর বললেন, 'বাঁদরের ত্রাস কমানোর জন্য আমরা লেঙ্গুরের দল ভাড়া করেছি।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, আসলে স্ট্যান্ডে যে ক্যামেরাপার্সনরা দাঁড়িয়ে থাকে, তাঁদের বিপদটা অনেকটা বেশি। বিশেষ করে স্টেডিয়ামে সি ব্লকটা একেবারেই নিরাপদ নয়। ইতিমধ্যে একাধিক অভিযোগও জমা পড়েছে। অনেকের হাত থেকে খাবার, পানীয় কিংবা মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে গিয়েছে। মূলত, সেকারণেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন প্রায় খেলা সম্ভবই হল না। মাত্র ৩৫ ওভার শেষেই শুক্রবারের ম্যাচ বন্ধ করে দিতে হয়। দিনের শেষে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ১০৭ রান করেছে। এরমধ্যে জোড়া উইকেট শিকার করেছেন বাংলার পেস ব্যাটারি আকাশ দীপ। একটা উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে কতটা ম্যাচের আয়োজন সম্ভব হয়, সেটাই আপাতত দেখার।