শেষ আপডেট: 4th November 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় ক্রিকেট দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ২৫ রানে হেরে গিয়েছে। রোহিত শর্মাদের পরবর্তী 'মিশন' আপাতত বর্ডার-গাভাসকার ট্রফি।
এবারের বর্ডার-গাভাসকার ট্রফি অস্ট্রেলিয়ায় আয়োজন করা হচ্ছে। এই সিরিজে দুটো দলের মধ্যে পাঁচটা টেস্ট ম্যাচের আয়োজন করা হবে। গত ২ বার এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার রাজত্ব দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু, ভারতের বর্তমান পারফরম্যান্সের কথা মাথায় রেখে এবারের ফলাফল নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন।
এখানে আরও একটা বিষয় হল, যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে এবারের ট্রফি আয়োজন করা হচ্ছে, সেকারণে ম্যাচ শুরুর সময়ও কিছুটা বদলে যাবে। ভারতীয় সময় অনুসারে কখন থেকে এই ম্যাচগুলো শুরু হবে, আসুন সেই ব্যাপারে আলোচনা করা যাক।
প্রথম টেস্ট ম্যাচ (২২ - ২৬ নভেম্বর) : সকাল ৭টা বেজে ৫০ মিনিট
দ্বিতীয় টেস্ট ম্যাচ (৬ - ১০ ডিসেম্বর) : সকাল ৯টা বেজে ৩০ মিনিট
তৃতীয় টেস্ট ম্যাচ (১৪ - ১৮ ডিসেম্বর) : ভোর ৫টা বেজে ৫০ মিনিট
চতুর্থ টেস্ট ম্যাচ (২৬ - ৩০ ডিসেম্বর) : ভোর ৫টা বেজে ০০ মিনিট
পঞ্চম টেস্ট ম্যাচ (৩ - ৭ জানুয়ারি) : ভোর ৫টা বেজে ০০ মিনিট
প্রসঙ্গত, ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলের দিকে যদি চোখ রাখা যায়, তাহলে অস্ট্রেলিয়া বর্তমানে এক নম্বরে দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ার জয়ের শতকরা হার ৬২.৫০ শতাংশ। অন্যদিকে, টিম ইন্ডিয়ার জয়ের শতকরা হার ৫৮.৩৩ শতাংশ। এই পরিস্থিতিতে রোহিত শর্মাদের পরবর্তী টেস্ট সিরিজটা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই খেলতে হবে। যদি টিম ইন্ডিয়া এই সিরিজটা ৪-১ ব্যবধানে জিততে পারে, তাহলে নিশ্চিন্তে এই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসতে পারবে।