শেষ আপডেট: 4th January 2025 07:28
দ্য ওয়াল ব্যুরো : সাধারণত টেস্ট ম্যাচ ঢিমে তালেই চলতে থাকে। কিন্তু, সিডনি টেস্টে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স রোলার-কোস্টারের থেকে কোনও অংশে কম ছিল না। ইতিমধ্যে দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেক হয়ে গিয়েছে। আর অস্ট্রেলিয়া ১০১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে। টিম ইন্ডিয়ার থেকে এখনও পর্যন্ত তারা ৮৪ রানে পিছিয়ে রয়েছে।
সিডনি টেস্টে মূলত পেস বোলারদের রাজত্বই দেখতে পাওয়া যাচ্ছে। ম্যাচের প্রথমদিন অস্ট্রেলিয়ার পেসাররা টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্টকে শুইয়ে দিয়েছিল। ভারত মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় দিন ভারতীয় পেসাররা ভেলকি দেখাতে শুরু করেছেন।
দ্বিতীয় দিনের প্রথম সেশনটা যে টিম ইন্ডিয়ার ছিল, সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। এই একটা সেশনই টিম ইন্ডিয়াকে এই টেস্ট ম্যাচে লড়াইয়ে ফিরিয়ে এনেছে। বলা ভাল, কিছুটা এগিয়ে রয়েছে।
দিনের শুরুতেই লাবুশেনকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন জসপ্রীত বুমরাহ। এরপর একই ওভারে মহম্মদ সিরাজ আবার স্যাম কনস্টাস এবং ট্রাভিস হেডের উইকেট শিকার করেন। এরপর স্মিথ এবং ওয়েবস্টার একটা দরকারি পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন।
এই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম স্পেলে তিনি সেভাবে আক্রমণ শানাতে না পারলেও, লাঞ্চের ঠিক আগেই তিনি স্মিথের উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেন। সিরাজ যখন মাঠ ছাড়ছিলেন, তখনও বলটা ঘষে ঘষে চকচকে করার চেষ্টা করছিলেন। এই পরিস্থিতিতে দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারে কি না ভারত, সেদিকে আপাতত তাকিয়ে থাকতে হবে।