শেষ আপডেট: 29th December 2024 12:51
দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতীয় ক্রিকেট দলকে চলতি সিরিজের শেষ দুটো ম্যাচ জিততেই হবে। নাহলে অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। এই পরিস্থিতিতে মেলবোর্ন টেস্টের ভাগ্য কী হতে চলেছে, সেইদিকে আপাতত তাকিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, ড্রয়ের পথে যাচ্ছে না তো মেলবোর্ন টেস্ট? সেটার জন্য আপাতত ৯৮ ওভার অপেক্ষা করতে হবে।
অস্ট্রেলিয়ার আপাতত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে এই সিরিজের প্রথম তিনটে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। এরমধ্যে দুটো দলই জিতেছে একটা করে ম্যাচ। এছাড়া ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে আয়োজিত বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হয়ে যায়। এই পরিস্থিতিতে মেলবোর্ন টেস্ট যে দল জিততে পারত, তারা এই সিরিজে অ্যাডভান্টেজ পজিশনে যেতে পারত। কিন্তু আপাতত যা পরিস্থিতি, তাতে মিরাকল কিছু না ঘটলে ভারতের জয় বেশ কঠিন বলেই মনে হচ্ছে।
ইতিমধ্যে চতুর্থ দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। দিনের শেষ অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২০৬ রান করেছে। চারটে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনটে মহম্মদ সিরাজ এবং একটা উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে তারা এখনও ৩১১ রানে এগিয়ে রয়েছে। পঞ্চম দিন যদি কমপক্ষে ৩১৫ রানের টার্গেটও ভারতের সামনে থাকে, তাহলেও চ্য়ালেঞ্জটা খুব একটা সহজ হবে না। যদিও এই উইকেট এখনও ব্যাটিং সহায়কই রয়েছে।
এই সিরিজে টিম ইন্ডিয়ার টপ অর্ডার ইতিমধ্যে ফ্লপ করেছে। রোহিত শর্মা, ঋষভ পন্থের ব্যাটে রান নেই। পারথ টেস্টে শতরান ছাড়া বিরাট কোহলিও সেভাবে নজর কাড়তে পারেননি। যশস্বী জয়সওয়াল রান পেলেও, তাঁর ব্যাটিংয়ে ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। তবে মেলবোর্নে নীতীশ রেড্ডির ব্যাটিং ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকটাই ভরসা দিয়েছে।
এই ম্যাচে নীতীশের ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে আসে। তিনি ১১৪ রানে আউট হয়েছে। এছাড়া হাফসেঞ্চুরি করে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ভারতের ব্যাটিং ৩৬৯ রানে থেমে যায়। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১০৫ রানে এগিয়ে ছিল। সোমবার অর্থাৎ ম্যাচের পঞ্চম দিন কত তাড়াতাড়ি ভারতীয় ব্যাটাররা বাকি একটি উইকেট শিকার করতে পারেন, সেটাই আপাতত দেখার।