শেষ আপডেট: 14th December 2024 12:09
দ্য ওয়াল ব্যুরো : গাব্বা টেস্টের প্রথম দিন কতটা খেলা যাবে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। কারণ শনিবার (১৪ ডিসেম্বর) গাব্বায় ৮৮ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। প্রথমদিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। অস্ট্রেলিয়া বিনা উইকেটে ২৮ রান করেছে।
এই ম্যাচে টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, মেঘলা আকাশ এবং উইকেটে ঘাস দেখে তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু, রোহিতের এই সিদ্ধান্ত ফলপ্রসূ করার জন্য ভারতীয় বোলাররা খুব একটা বেশি সুযোগ পেলেন না।
প্রথমে ষষ্ঠ ওভারে বৃষ্টির কারণে প্রায় ২০-২৫ মিনিট খেলা বন্ধ থাকে। এরপর যাও বা শুরু হল, তাতেও ১৪ ওভারের বেশি খেলা গড়ায়নি। ফের ঝেঁপে বৃষ্টি নামে। এই পরিস্থিতিতে আম্পায়াররা খেলা প্রথমে খেলা স্থগিত করার সিদ্ধান্ত নেন। প্রথমে লাঞ্চ ব্রেক এবং তারপর টি-ব্রেকের ঘোষণাও করা হয়। কিন্তু, বৃষ্টি থামার কোনও নামও দেখতে পাওয়া যাচ্ছিল না। শেষপর্যন্ত প্রথম দিনের স্টাম্পস ঘোষণা করা হয়।
তবে রবিবাসরীয় সকালেও আবহাওয়া যে খুব একটা উন্নত হবে, এমন আশার আলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে গাব্বা টেস্ট যদি বৃষ্টির কারণে ড্র হয়ে যায়, তাহলে টিম ইন্ডিয়ার উপরেই চাপ বাড়বে। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানের ভিত আরও শক্ত করে ফেলবে। WTC ফাইনালে উঠতে গেলে ভারতকে আপাতত বাকি তিনটে ম্যাচই জিততে হবে। এমন কঠিন পরিস্থিতিতে ম্যাচ কোনদিকে ঘোরে, সেটাই আপাতত দেখার।