শেষ আপডেট: 18th December 2024 06:41
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের তৃতীয় ম্যাচটা ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পঞ্চমদিনের খেলা। টিম ইন্ডিয়া ২৬০ রানে অলআউট হয়ে গিয়েছে। এবার ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া।
কিন্তু, বাদ সেধেছে বৃষ্টি। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া ব্যাট করতে নামতে পারেনি। তবে বুধবার অর্থাৎ (১৮ ডিসেম্বর) এই ম্যাচে ব্য়াপক বৃষ্টিপাত দেখা যেতে পারে। কেমন থাকবে গাব্বার ওয়েদার, আসুন দেখে নেওয়া যাক।
গত ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই গাব্বা টেস্ট ম্যাচ। প্রথম দিন থেকেই বৃষ্টি এই ম্যাচে সমস্যা তৈরি করেছে। প্রথম দিন তো বৃষ্টির কারণে মাত্র ১৩.২ ওভারই খেলা হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ করে দিতে হয়। তৃতীয় দিনও মুষলধারে বৃষ্টি দেখতে পাওয়া যায়। চতুর্থ দিনও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে বেশ কয়েকবার খেলা বন্ধ করতে হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, ম্যাচের অন্তিম দিনও বৃষ্টি পিছু ছাড়বে না। তবে এমনও বৃষ্টি হবে না যে গোটা দিনের খেলা ভেস্তে যায়। গাব্বার সময় অনুসারে, সকাল ১০টা নাগাদ ৩১ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বেলা ১১টা এবং ১২টার সময় তা কমে ২৯ শতাংশে নেমে আসবে। বেলা একটার পর থেকে বৃষ্টিপাতের আর কোনও সম্ভাবনা নেই বললেই চলে।
আকাশ দীপ এবং বুমরাহ দশম উইকেটে ৩৯ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে তুলেছেন। আপাতত টিম ইন্ডিয়া ৯ উইকেটে ২৫২ রান করেছে। আর টেস্ট ম্যাচে মাত্র ১ দিন সময়ই পড়ে রয়েছে। টিম ইন্ডিয়াকে অলআউট করার পর অস্ট্রেলিয়াকে আবারও ব্যাট করতে নামতে হবে। ভারতীয় বোলাররা পঞ্চমদিন যদি খুব একটা লজ্জাজনক পারফরম্যান্স না করে, তাহলে এই গাব্বা টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে।