শেষ আপডেট: 13th December 2024 13:22
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের তৃতীয় ম্যাচটি শনিবার (১৪ ডিসেম্বর) থেকে শুরু হবে। এই ম্যাচটি ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হচ্ছে। অনেকদিন পর এই মাঠে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। যদি তৃতীয় টেস্ট ম্যাচ শুরুর আগেই টিম ইন্ডিয়ার চিন্তা অনেকটাই বেড়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে এন্ট্রি নিয়েছেন তারকা পেসার জস হ্যাজেলউড। অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি খেলতে পারেননি।
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচে জস হ্যাজেলউড খেলতে নেমেছিলেন। কিন্তু, দ্বিতীয় টেস্ট ম্যাচে চোটের কারণে তিনি খেলতে পারেননি। তাঁর বদলে স্কট বোল্যান্ডকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু, তৃতীয় টেস্ট ম্যাচে আবারও প্লেয়িং ইলেভেনে কামব্যাক করেছেন হ্যাজেলউড। সেকারণে বোল্যান্ডকে বাদ দিতে হয়েছে। প্রসঙ্গত, অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির উইকেট শিকার করেছিলেন স্কট বোল্যান্ড। বিরাট মাত্র ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
হ্যাজেলউড সাইড স্ট্রেনের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি। ইতিমধ্যে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। সেখানেই সুযোগ দেওয়া হয়েছে হ্যাজেলউডকে। যদিও গত ম্যাচে বোল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।
প্রথম টেস্ট ম্যাচে হ্যাজেলউড ভারতের বিরুদ্ধে ৫ উইকেট শিকার করেছিলেন। প্রথম ইনিংসে চারটে এবং দ্বিতীয় ইনিংসে একটা উইকেট শিকার করেন তিনি। এবার তৃতীয় টেস্টের প্লেয়িং ইলেভেনেও তাঁকে দেখতে পাওয়া যাবে।
অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড এখনও পর্যন্ত ৭১ টেস্ট ম্যাচ খেলেছেন। এরমধ্যে তিনি ২৭৮ উইকেট শিকার করেন। পাশাপাশি ৯১ একদিনের ম্যাচে তিনি ১৩৮ ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন। এছাড়া ৫২ টি-২০ ম্যাচে তিনি ৬৭ উইকেট শিকার করেছেন।
বোল্যান্ডের তুলনায় হ্যাজেলউডের অভিজ্ঞতা অনেকটাই বেশি রয়েছে। টেস্ট ক্রিকেটেও তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সেকারণে প্যাট কামিন্স তাঁর প্রথম একাদশে বোল্যান্ডের পরিবর্তে হ্যাজেলউঢকে নিয়ে এসেছেন।
উসমান খোওয়াজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন এবং জস হ্যাজেলউড।