শেষ আপডেট: 6th December 2024 09:06
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেড টেস্ট ম্য়াচের ঢাকে ইতিমধ্য়েই কাঠি পড়ে গেল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
এই মাঠে মোট ৮২ টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে যে দল টস জিতেছে, তারাই ৭২ ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে ৩৩ বার তারা জয়লাভ করেছে। একমাত্র দুটো দলই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং জয়লাভ করেছিল।
এবার অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। গত সাতটি ম্যাচের মধ্যে মাত্র তিনবার যে দল টস জিতেছে, তারা জয়লাভ করেছে। আর ৬ ম্যাচে যে দল টসে জিতেছে, তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। পারথে আয়োজিত সিরিজের প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া ২৯৫ রানে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে রোহিত শর্মার দল অ্যাডিলেডেও যে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে, তা বলাই বাহুল্য।
প্রথম টেস্ট ম্য়াচে খেলেননি রোহিত শর্মা। সেইসময় তিনি সবেমাত্র দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন। সেকারণে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরাহ। কিন্তু, এই ম্য়াচে তিনি ফিরে এসেছেন। সঙ্গে ফিরেছেন শুভমান গিলও। প্রথম ম্য়াচে তিনি চোটের কারণে খেলতে পারেননি।
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ :
কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, নীতিশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।