শেষ আপডেট: 6th December 2024 08:16
দ্য ওয়াল ব্যুরো : ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অ্যাডিলেড টেস্টের কাউন্টডাউন। ভারতীয় সময় অনুসারে বেলা সাড়ে ৯টা থেকে এই ম্য়াচ শুরু হবে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, টস জিতলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কী সিদ্ধান্ত নেবেন? টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে না বল করার? তবে তার আগে আসুন পিচ রিপোর্টে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, পিঙ্ক বল টেস্টে নাকি উইকেটের উপরিভাগে ৬ মিলিমিটার ঘাস থাকবে। ফলে একটা বিষয় স্পষ্ট যে ভারতের জন্য সবুজ উইকেট তৈরি করছে অস্ট্রেলিয়া। এই উইকেটে কতটা রান উঠবে, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।
এবার এই ম্যাচে টস কতটা ফ্যাক্টর হবে, সেটা আলোচনা করা যাক। এই মাঠে মোট ৮২ টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে যে দল টস জিতেছে, তারাই ৭২ ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে ৩৩ বার তারা জয়লাভ করেছে। একমাত্র দুটো দলই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং জয়লাভ করেছিল।
এবার অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। গত সাতটি ম্যাচের মধ্যে মাত্র তিনবার যে দল টস জিতেছে, তারা জয়লাভ করেছে। আর ৬ ম্যাচে যে দল টসে জিতেছে, তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
একমাত্র ইংল্যান্ডই ২০১৭ সালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, তারা সেই ম্য়াচটা ১২০ রানে হেরে যায়। এই পরিস্থিতিতে রোহিত শর্মা কী সিদ্ধান্ত নেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।