শেষ আপডেট: 4th January 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো : সিডনি টেস্টে দ্বিতীয় দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের শেষ ভারত ৬ উইকেটে ১৪১ রান করেছে। আপাতত টিম ইন্ডিয়া ১৪৫ রানে এগিয়ে রয়েছে। তবে ভারতের হাতে আর ৪ উইকেট বাকি রয়েছে। এই পরিস্থিতিতে তৃতীয় দিন আরও ৫০ থেকে ৭০ রান যোগ করতে পারে কি না, সেটাই আপাতত দেখার। উইকেটে রয়েছেন রবীন্দ্র জাদেজা (৮) এবং ওয়াশিংটন সুন্দর (৬)।
তবে এই রানের পিছনে ঋষভ পন্থের ধামাকাদার ইনিংসের গুরুত্ব অনস্বীকার্য। উইকেটে আসতে না আসতেই প্রথম বলে তিনি স্কট বোল্যান্ডকে বিশাল ছক্কা হাঁকান। এখানেই থামেননি পন্থ। অস্ট্রেলিয়ার প্রত্যেকটা বোলারকে কার্যত শাসিয়ে রাখলেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন। আর সেইসঙ্গে তাঁর ঝুলিতে এক নয়া রেকর্ড জমা হয়েছে।
সিডনির দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঋষভ পন্থ ধামাকাদার ব্যাটিং করলেন এবং মাত্র ২৯ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। অস্ট্রেলিয়ার মাটিতে অতিথি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সবথেকে দ্রুত ৫০ রান করলেন। ইতিপূর্বে এই রেকর্ড ইংল্য়ান্ডের জন ব্রাউন এবং ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডরিক্সের দখলে ছিল। তাঁরা দুজনেই অস্ট্রেলিয়ার উইকেটে ৩৩ বলে ফিফটি করেছিলেন।
I'm not joking, but this version of Rishabh Pant is better than any version of MS Dhoni.
— Krishna. (@KrishVK_18) January 4, 2025
pic.twitter.com/zuMjZ9OiUa
অন্যদিকে, টেস্ট ক্রিকেটে এটা ঋষভ পন্থের দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। ২০২২ সালে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে মাত্র ২৮ বলে ৫০ রান করেছিলেন। ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে ঋষভই সবথেকে দ্রুত হাফসেঞ্চুরি করেছেন।
এর পাশাপাশি যশস্বী জয়সওয়াল এবং শার্দূল ঠাকুর ৩১ বলে হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া ১৯৮২ সালে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কপিল দেব ভারতের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে কপিল মাত্র ৩০ বলে অর্ধ শতরান করেছিলেন।
সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ৩১ বলে ৬১ রান করেন। এই ইনিংসে তিনি চারটে সুবিশাল ছক্কা হাঁকিয়েছেন। রয়েছে ৬ চারও। এরমধ্যে দুটো ছক্কা তিনি মিচেল স্টার্কের বলে মেরেছেন।