শেষ আপডেট: 26th January 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশকে হেলায় হারিয়ে মেয়েদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। গত বছরের চ্যাম্পিয়ন। খেতাব ধরে রাখার গুরুদায়িত্ব। যদিও সেই চাপ বৈষ্ণবী, তৃষাদের পারফরম্যান্সে ধরা পড়েনি। টুর্নামেন্টে টানা চারবার জয়লাভ করল ভারত। বাংলাদেশকে হারাল আট উইকেটে।
আজ সুপার সিক্সের ম্যাচে পড়শি দেশের বিরুদ্ধে অনূর্ধ্ব উনিশের মেয়েরা খেলতে নেমেছিল। আয়োজক দেশ মালয়েশিয়ার বিরুদ্ধে আগুনে ফর্মে ছিলেন বাঁ-হাতি স্পিনার বৈষ্ণবী শর্মা। ৫ রানের বিনিময়ে তুলে নেন ৫টি উইকেট। বাংলাদেশের মিডল অর্ডারকে একইভাবে তছনছ করেন তিনি। আউট করেন সুমাইয়া আখতার, জান্নুতাল মাউয়া ও সাদিয়া আখতারকে। মাত্র ১৫ রানের বিনিময়ে নেওয়া ৩ উইকেট এবং নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে বাংলাদেশের ইনিংস ৬৪ রানে শেষ হয়। বৈষ্ণবী ছাড়া একটি করে উইকেট নেন শবনম শাকিল, যোশিতা ভিজে এবং আয়ুশি শুক্লা।
উল্লেখ্য, মাত্র ৬৪ তুললেও চলতি টুর্নামেন্টে এটাই ভারতের বিরুদ্ধে কোনও প্রতিপক্ষের সর্বোচ্চ রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ৪৪, মালয়েশিয়া ৩১ এবং শ্রীলঙ্কা ৫৮ রান তুলেছিল। অর্থাৎ, কেউই ৬০-এর গণ্ডি পেরোতে পারেনি।
জবাবে ব্যাট করতে নেমে তৃষা গঙ্গারি একাই ৪০ রান হাঁকান। তাও মাত্র ৩১ বলে। ধীর গতির উইকেট সত্ত্বেও ৮টি চার মারেন তৃষা। পরে সানিকা চালকে (১১) এবং নিকি প্রসাদ (৫) অপরাজিত থেকে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
ভারতের আগামি প্রতিপক্ষ স্কটল্যান্ড৷ খেলা হবে মঙ্গলবার, কুয়ালা লামপুরে।