শেষ আপডেট: 5th December 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ হাইব্রিড মডেলে আয়োজন করা হবে কি না, তা নিয়ে জট ক্রমশ পাকাতে শুরু হবে। আশা করা হয়েছিল, বৃহস্পতিবারের (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠকে সেই জট হয়ত খুলে যাবে। কিন্তু, তেমন কোনও সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে এই বৈঠক আগামী ৭ তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
তবে বৃহস্পতিবারের বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেছে আইসিসি। সেখানে নাকি, পিসিবি-কে আরও একবার হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য বলা হয়েছে। তবে সূত্রের খবর, পাকিস্তান এখনও পর্যন্ত ৫০ ওভারের এই টুর্নামেন্ট নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি।
আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছিল, কোনওভাবে তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে না। কিন্তু, পরবর্তীকালে বেশ কয়েকটি শর্তের পরিপ্রেক্ষিতে পিসিবি কিছুটা হলেও নমনীয় হয়েছে। কিন্তু, তারা এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করার কারণে এই টুর্নামেন্টের সূচি এখনও পর্যন্ত প্রকাশ করা যায়নি। উল্লেখ্য, এই টুর্নামেন্ট শুরু হতে এখনও ১০০ দিনেরও কম সময় বাকি রয়েছে।
আইসিসি ইতিপূর্বেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছিল, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন ছাড়া তাদের সামনে অন্য কোনও রাস্তা খোলা নেই। ভারত আগেই জানিয়ে দিয়েছে, নিরাপত্তার কারণে তারা কোনওমতেই পাকিস্তান যাবে না। গত শুক্রবার (২৯ নভেম্বর) একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে ১২ পূর্ণ আইসিসি সদস্য এবং তিনটে অ্যাসোসিয়েট দেশের সদস্য হাজির ছিলেন। কিন্তু, কোনও চূড়ান্ত ফলাফলে আসা সম্ভব হয়নি।