শেষ আপডেট: 13th February 2025 22:09
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের তিনজন ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তান ক্রিকেট দল গত ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্য়াচ খেলতে নেমেছিল। এই ম্য়াচে আইসিসি নিয়মাবলীর প্রথম স্তর লঙ্খন করেছেন পাকিস্তানের তিন ক্রিকেটার। সেকারণে তাঁদের মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। এই তিনজন ক্রিকেটার হলেন শাহিন শাহ আফ্রিদি, সাউদ সাকিল এবং কামরান গুলাম।
পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদি আবার আইসিসি নিয়মাবলীর ২.২ ধারা লঙ্ঘন করেছেন। সেকারণে তাঁর ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। এর পাশাপাশি কামরান গুলাম এবং সাউদ সাকিল আইসিসি নিয়মাবলীর ২.৫ ধারা লঙ্ঘন করেছেন। সেকারণে তাঁদের ম্য়াচ ফি থেকে ১০ শতাংশ করে কেটে নেওয়া হবে।
ট্রাই নেশন সিরিজের তৃতীয় ম্য়াচে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ২৮ ওভার চলাকালীন শাহিন শাহ আফ্রিদি এবং ম্যাথিউ ব্রিৎজকের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। সেইসময় মাথা গরম করে ফেলেন আফ্রিদি। ম্যাথিউয়ের কাছে তিনি তর্ক করতে চলে যান। পরের বলেই ম্যাথিউ সিঙ্গল নিতে গিয়েছিলেন। সেইসময় আফ্রিদি তাঁর পথ আটকানোর চেষ্টা করেন। দুই ক্রিকেটারের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। সঙ্গে তর্কের ফোয়ারা ছুটতে শুরু করে।
এরপর ২৯ ওভারে টেম্বা বাভুমা রান আউট হয়ে যান। ইতিমধ্যে কামরান গুলাম এবং সাউদ সাকিল আবার বাভুমার দিকে এগিয়ে আসেন। তাঁর সামনে শুরু করেন উদ্ধত অঙ্গভঙ্গি। এমনকী, দুজনে মিলে বাভুমাকে স্লেজ করার চেষ্টাও করেন। যদিও দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার নিজের মাথা ঠান্ডা রাখেন এবং শান্ত পায়ে প্যাভিলিয়নের দিকে রওনা দেন।
ইতিমধ্য়ে আফ্রিদি, গুলাম এবং সাকিলের খাতায় একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে ক্রিকেট মাঠে এই তিনজন ক্রিকেটার প্রথমবার অপরাধ করলেন। ম্যাচের শেষে তাঁরা নিজেদের দোষ স্বীকার করেছেন। সেকারণেই এই মামলার কোনও আনুষ্ঠানিক শুনানি হয়নি।
মহম্মদ রিজওয়ান এবং সলমান আগার শতরানের দৌলতে পাকিস্তান বুধবার করাচিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে পরাস্ত করে। সেইসঙ্গে ট্রাই সিরিজের ফাইনালেও নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। এই ম্যাচে রিজওয়ান ১২২ রান করেন। অন্যদিকে, জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সলমান তাঁর প্রথম শতরান করেন। তাঁর ব্যাট থেকে ১৩৪ রানের একটি স্মরণীয় ইনিংস বেরিয়ে আসে। শুক্রবার এই মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্য়াচ খেলতে নামবে পাকিস্তান ক্রিকেট দল।