শেষ আপডেট: 14th January 2025 17:52
দ্য ওয়াল ব্যুরো: একাহাতে দলকে অস্ট্রেলিয়ার মাটিতে লড়াইয়ে রেখেছিলেন তিনি। ব্যাটিংয়ের রক্তাল্পতা, বোলিংয়ের অপদার্থতা ঢাকতে বল তুলে নিয়েছিলেন নিজের হাতে। করে গেছেন একের পর এক লম্বা স্পেল। তার জন্য চোটও পেয়েছেন।
ভারত হারলেও নিজের এই এক লড়াইয়ের স্বীকৃতি পেলেন জসপ্রীত বুমরাহ। আইসিসি তাঁকে গত ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করেছে। ডিসেম্বরে তিনটি টেস্ট মিলিয়ে মোট ২২টি উইকেট নিয়েছিলেন বুমরাহ। গড় ১৪.২২। গোটা বিজিটি সিরিজে ঝুলিতে তুলেছিলেন ৩২টি উইকেট। সেই পারফরম্যান্সের দৌলতেই জুটল মাসের সেরার শিরোপা। উল্লেখ্য, ভারতীয় পেসারের পরে তালিকায় দু’নম্বরে রয়েছেন প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ও ড্যান পিটারসন (দক্ষিণ আফ্রিকা)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে বুমরাহ চারটি উইকেট দখল করেন। ব্রিসব্রেনে আরও ধ্বংসাত্মক মেজাজে দেখা যায় তাঁকে। প্রথম ইনিংসে নেন ছ’টি উইকেট। পরেরটায় আরও তিনটি। বক্সিং ডে টেস্টের আসর বসেছিল মেলবোর্নে। দুই ইনিংস মিলিয়ে বুমরাহ মোট ন’টি উইকেট ঝুলিতে তোলেন। পুরো সিরিজ জুড়ে নিজের ফর্মের শীর্ষে ছিলেন এই তারকা পেসার। তবু ব্যাটিং লাইন আপের ভরাডুবিতে নিয়ন্ত্রণে থাকা ম্যাচের রাশ খুইয়েছে দল।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত সিরিজেই ২০০ উইকেটের মাইলস্টোন পেরিয়েছেন তিনি। ক্রিকেটের ইতিহাসে চতুর্থ দ্রুততম পেসার হিসেবে বুমরাহ এই লক্ষ্য ছুঁয়েছেন। কুড়ির কম বোলিং গড় নিয়ে এই রেকর্ড আর কেউ দখল করেননি। বুমরাই এই তালিকায় প্রথম নাম।