শেষ আপডেট: 20th April 2024 20:52
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে কোথায় থামবে সানরাইজার্স হায়দরাবাদ। তারা এবার আইপিএলে সর্বোচ্চ ২৮২ রানের ইনিংস গড়েছে। তার আগে খেলেছে ২৭৭ রানের ইনিংস। এবার শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে ১২৫ রান ক্রিকেটে বিশ্বরেকর্ড করল প্যাট কামিন্সের দল। এমনকী প্রথম পাঁচ ওভারে ১০০ রান তুলে দিয়েছে।
দিল্লির বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে হায়দরাবাদ। তারা দশ ওভারে ১৬০ রান তুলে দিয়েছে। এর আগে ইংল্যান্ডের কাউন্টি টি ২০ ক্রিকেটে নটিংহ্যামশায়ার বিনা উইকেটে ১০৬ রান তুলে রেকর্ড গড়েছিল। সেই নজির ভেঙে দিল কামিন্সের দল। এমনকী তারা ভেঙে দিয়েছে ২০১৭ সালের আইপিএলে কেকেআরের ছয় ওভারে ১০৫ রানের নজির। ওই ম্যাচে কলকাতার সুনীল নারিন ও ক্রিস লিন জুটি ওই রান গড়েন।
হায়দরাবাদের শুরুটা এমন ঝোড়ো করার নেপথ্যে ছিল দুই ওপেনার। একজন ট্র্যাভিস হেড, যিনি ১৬ বলে ৫০ রান করে বিশেষ নজির গড়লেন। শেষমেশ হেড ৩২ বলে ৮৯ রান করে আউট হন কুলদীপ যাদবের বলে, ইনিংসে ছিল ১১টি চার ও ছয়টি ওভার বাউন্ডারি। পাশাপাশি অভিষেক শর্মাও ১২ বলে ৪৬ রান করে ফিরে যান কুলদীপের বলেই, তাঁর ইনিংসে দুটি চার ও ছয়টি ওভার বাউন্ডারি রয়েছে।
দু’জনের স্ট্রাইকরেট অবিশ্বাস্য, হেডের ২৭৮.১২। আর অভিষেকের স্ট্রাইকরেট ৩৮৩.৩৩। এমন স্ট্রাইকরেট ক্রিকেটে বিরল।