শেষ আপডেট: 29th October 2024 16:37
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩১ অক্টোবরের মধ্যে বিসিসিআই-এর কাছে রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। গোটা ক্রিকেট বিশ্ব আপাতত এই তালিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবারের মেগা অকশনে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দল পরিবর্তন করতে পারেন। বদলাতে পারে বেশ কয়েকটি দলের অধিনায়কও। এবার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার রিটেন করতে পারবে।
বিসিসিআই যখন আইপিএল রিটেনশন নিয়ম সম্পর্কে ঘোষণা করেছিল, তখনই বেশ কয়েকটি পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছিল। এরমধ্যে ইমপ্যাক্ট প্লেয়ার থেকে কতজন ক্রিকেটারকে রিটেন করা হবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। এর পাশাপাশি আরটিএম কার্ডও ফিরিয়ে আনা হয়েছে। যদিও এই আরটিএম কার্ড নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছিল। কিন্তু, তা সত্ত্বেও ২০২৫ আইপিএল টুর্নামেন্টে এই নিয়ম বহাল থাকবে।
এবারের আইপিএল টুর্নামেন্টে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার রিটেন করতে পারবে। এবার প্রতিটা ফ্র্যাঞ্চাইজির কাছে ৬ আরটিএম কার্ড ব্যবহার করার সুযোগ থাকবে। কিন্তু, একটি ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটারকে সরাসরি রিটেন করতে চায় এবং কতজন ক্রিকেটারকে নিলাম অনুষ্ঠানে তুলতে চায়, তার উপরেই গোটা বিষয়টা নির্ভর করছে। নিলাম অনুষ্ঠানে তোলার পর আরটিএম কার্ড ব্যবহার করে সেই ক্রিকেটারকে আবারও ফিরিয়ে আনা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কোনও দল মোট তিনজন ক্রিকেটারকে রিটেন করতে চায়, তাহলে দুজন ক্যাপড এবং একজন আনক্যাপড ক্রিকেটারকে নিতে হবে। সেক্ষেত্রে ওই ফ্র্যাঞ্চাইজির হাতে তিনটে আরটিএম কার্ড অবশিষ্ট থাকবে।