শেষ আপডেট: 13th December 2024 14:33
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। পাশাপাশি ২০১৯ সালে শেষবার আইপিএল টুর্নামেন্টে তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল। এমনকী, আইপিএল টুর্নামেন্টে তিনি সবথেকে মূল্যবান ক্রিকেটারের তকমাও পেয়েছেন।
যুবরাজ সিংয়ের পরিচয় আজ আর আলাদা করে দেওয়ার দরকার নেই। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ভারতকে জেতানোর পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। প্রসঙ্গত, ২০১১ সালে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে তিনি ম্য়ান অফ দ্য সিরিজের পুরস্কারও পেয়েছিলেন। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ জানতে চান, অবসর গ্রহণের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাঁকে কত টাকা পেনশন দেয়।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ৭ বছর কেটে গিয়েছে। অবসরের পর যুবরাজ কত টাকা পেনশন পান, সেই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কখনই তিনি কোনও কথা বলেননি। তবে সংবাদমাধ্যম সূত্রের খবর, তাঁকে নাকি ২২,৫০০ টাকা দেওয়া হয়। টাইমস নাও-য়ে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালের পর থেকে বোর্ডের থেকে পেনশন পাচ্ছেন যুবরাজ সিং।
যুবরাজ সিংয়ের বেশ কয়েকটি আয়ের উৎস রয়েছে। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে যুবরাজ প্রতি মাসে ১ কোটি টাকা উপার্জন করেন। এর পাশাপাশি রিয়াল এস্টেট থেকেও তিনি মোটা অঙ্কের টাকা আয় করেন। পাশাপাশি তাঁর স্পোর্টস এবং ফিটনেস সেন্টারও রয়েছে। সূত্রের খবর, যুবরাজ সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৯১ কোটি টাকা।