শেষ আপডেট: 18th September 2024 14:07
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ২২ গজ থেকে যতটা না সুনাম অর্জন করেছেন, তার থেকেও বেশি নাম কামিয়েছেন ধারাভাষ্যকার হিসেবে। হিন্দি ভাষায় তাঁর কমেন্ট্রি গোটা দেশে যথেষ্ট পরিচিত কণ্ঠস্বর হয়ে উঠেছে। পাশাপাশি যেভাবে প্রতিটা ম্যাচ তিনি বিশ্লেষণ করেন, সেটাও সকলে বেশ পছন্দ করেন।
সম্প্রতি রাজ শামানির 'ফিগারিং আউট' পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন আকাশ চোপড়া। সেখানেই তিনি খোলসা করেন যে একদিনে কত টাকা উপার্জন করেন ক্রিকেট ধারাভাষ্যকাররা। আসুন, গোটা ব্যাপারে আলোকপাত করা যাক। হবে।
আকাশ চোপড়াকে প্রশ্ন করা হয়েছিল যে একজন জুনিয়র ধারাভাষ্যকারের তুলনায় একজন সিনিয়র কমেন্টেটর কত টাকা বেতন পেয়ে থাকেন? জবাব দিতে গিয়ে আকাশ চোপড়া প্রথমেই স্পষ্ট করে দেন যে প্রতিটা ম্যাচ এবং দিন অনুসারে ধারাভাষ্যকারদের টাকা দেওয়া হয়ে থাকে।
এই ইন্টারভিউয়ে আকাশ চোপড়া জানিয়েছেন, ভারতে ক্রিকেট ধারাভাষ্যকাররা একদিনে ৬ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। একটি পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, সাধারণত একজন ধারাভাষ্যকার ১০০ দিন কমেন্ট্রি করে থাকেন। সেই হিসেব করলে, একজন কমেন্টেটর বছরে ৬ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। কিন্তু, আকাশ চোপড়া নিজে কত টাকা রোজগার করেন, সেই ব্যাপারটা খোলসা করেননি।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দল আদৌ পাকিস্তান সফর করবে? এমন প্রশ্নও আকাশ চোপড়াকে করা হয়েছিল। এর জবাব দিতে গিয়ে কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন ওপেনার বললেন, 'এই ব্যাপারে আমার কাছে কোনও খবর নেই। তবে আমার মনে হয় যে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে না। তবে এই সিদ্ধান্তটা কেন্দ্রীয় সরকার গ্রহণ করবে। ব্যাপারটা আর বিসিসিআই-এর হাতে নেই।'
পাকিস্তান ছাড়া অন্য কোনও দেশে ভারতীয় ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলতে পারে। দুবাই কিংবা শ্রীলঙ্কা টিম ইন্ডিয়ার ভেন্যু হতে পারে। ইতিপূর্বে এশিয়া কাপে হাইব্রিড মডেলে খেলেছিল ভারত। যদি ভারতীয় ক্রিকেট দল একান্তই না পাকিস্তানে যায়, তাহলে পিসিবি-কে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে