শেষ আপডেট: 20th October 2024 16:38
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচেই ৮ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর এই পরাজয়ের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া।
এই টেস্ট ম্যাচের আগে টিম ইন্ডিয়া ৭৪.২৪ শতাংশ জয় নিয়ে তালিকার শীর্ষে রাজত্ব করছিল। কিন্তু, এবার ভারতের ঝুলিতে ৬৮.০৬ শতাংশ জয় রয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত এক নম্বরেই রয়েছে। আর ৬২.৫০ শতাংশ জয় নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
বেঙ্গালুরু টেস্টে ভারতকে হারানোর পর নিউজিল্যান্ড ক্রিকেট দলের যথেষ্ট লাভ হয়েছে। বর্তমানে তারা সটান চার নম্বরে উঠে এসেছে। অন্যদিকে, ইংল্যান্ড ক্রিকেট দল আপাতত পাঁচ নম্বরে নেমে গিয়েছে। আগে তারা চার নম্বরে ছিল। ভারত এবং অস্ট্রেলিয়ার পর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাদের ঝুলিতে ৫৫.৫৬ শতাংশ জয় রয়েছে।
ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে আট নম্বরে দাঁড়িয়ে রয়েছে। পাকিস্তানের পর এই তালিকায় একমাত্র ওয়েস্ট ইন্ডিজই রয়েছে। তারা ১৮.৫২ শতাংশ জয়লাভ করেছে। পাকিস্তানের উপরে তো বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাও রয়েছে। তারা যথাক্রমে ৩৪.৩৮ এবং ৩৮.৮৯ শতাংশ জয়লাভ করেছে।
ভারত এবং অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে শীর্ষ দুই স্থান অর্জন করলেও, ফাইনালে কারা খেলবেন তা এখনও চূড়ান্ত হয়নি। দলগুলোর মধ্যে আরও ম্যাচ আয়োজন করা হলে, বিষয়টা স্পষ্ট হবে। পরিস্থিতি আরও রোমাঞ্চকর হবে। ভারত এবং অস্ট্রেলিয়া ছাড়াও শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে পা বাড়িয়ে রয়েছে।