শেষ আপডেট: 10th January 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: ফের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক। যা উস্কে দিলেন সদ্য জাতীয় দলের থেকে অবসর নেওয়া ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন। আজ (শুক্রবার) তামিলনাড়ুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সমাবর্তন উৎসবে বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন।
বিতর্কের সূত্রপাত ঘটে যখন অশ্বিন মঞ্চে ভাষণ দিতে ওঠেন। ছাত্রছাত্রীদের উদ্দেশে বলতে গিয়ে তিনি গোড়াতেই মন্তব্য করেন, ‘উপস্থিত ইংরেজির শিক্ষার্থীরা আমায় সাড়া দাও!’ তখন বহু ছেলেমেয়ে হই হই করে ওঠে। এরপর অশ্বিন জিজ্ঞেস করেন, ‘এবার শুনি, তামিল কারা?’ এরও উত্তরে অনেকে সমস্বরে সাড়া দেয়। তারপর হিন্দিভাষী কেউ আছে কি না জিজ্ঞেস করতে কেউ রা-টি কাড়েনি। তাই দেখে তারকা ক্রিকেটার বলে বসেন, ‘আমার মনে হয় এটা বলা উচিত। হিন্দি কিন্তু আমাদের রাষ্ট্রভাষা নয়। হিন্দি সরকারি ভাষা মাত্র।’ উল্লেখ্য, গোটা বক্তব্যটাই অশ্বিন তামিলে তুলে ধরেন।
Tamil Nadu: Former off spinner Ravichandran Ashwin says, "...I thought I'd say it all. It's (Hindi) not our national language; It's an official language. Okay, anyway"
— IANS (@ians_india) January 10, 2025
(09/01/2025) pic.twitter.com/bR47icWZEU
স্বাভাবিকভাবেই প্রকাশ্য মঞ্চে এই মন্তব্যের জেরে বিতর্ক ঘনীভূত হয়েছে। এর আগে তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে সরকার বহুবার কেন্দ্রের বিরুদ্ধে হিন্দির আগ্রাসন ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছিল। অশ্বিনের বক্তব্য তার পালে হাওয়া জোগাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
যদিও এই ঝামেলা বাদ দিলে, এদিনের সমাবর্তন উৎসবে অশ্বিনকে বেশ খোশমেজাজেই দেখা গেছে। শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি নিজের কেরিয়ার নিয়ে অনেক অজানা বিষয় আলোচনা করেন। ছাত্রছাত্রীদের তিনি লক্ষ্যে স্থির থেকে পরিশ্রমের পরামর্শ দেন। যদিও ভারতের অধিনায়ক বিতর্ক নিয়ে কোনও স্পষ্ট জবাব দেননি, পাশ কাটিয়ে গেছেন অশ্বিন।