শেষ আপডেট: 8th January 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: মাঠের লড়াই ছাপ ফেলল না মাঠের বাইরের সম্পর্কে। বিরাট কোহলির সঙ্গে ধাক্কার ঘটনায় বিষয়টি ফের একবার খোলসা করলেন অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস। সমস্ত বিতর্ক ভুলে গিয়ে ড্রেসিংরুমে তাঁরা দীর্ঘক্ষণ কথা বলেছেন। কোহলিকে তিনি নায়কের চোখেই দেখেন। তাঁর খেলা উপভোগ করেন। বদলে কোহলিও তাঁকে আগামী সফরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার একটি বেসরকারি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের কথোপকথনের আগাপাশতলা জানিয়েছেন কনস্টাস।
উল্লেখ্য,মেলবোর্ন টেস্ট চলাকালীন কনস্টাসকে উত্তেজিত করতে তাঁকে কাঁধে ধাক্কা মারেন কোহলি। একটি ওভার শেষ হওয়ার পর স্লিপ থেকে আসার পথে ক্রিজের ধারে ঘটনাটি ঘটেছিল। আইসিসি-র কোড অফ কনডাক্টের লেভেল-ওয়ানে বিরাটকে দোষী ঠাওরানো হয়। যার জেরে শাস্তি হিসেবে ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি।
যদিও এই তিক্ততা ইতিমধ্যে ভুলে গেছেন দুজনেই। স্পষ্ট জানিয়েছেন কনস্টাস। তিনি বলেন, আমজনতা বাইরে থেকে যা-ই ভাবুক না কেন, ভারতীয় তারকা স্বভাবে যথেষ্ট বিনয়ী। একজন উঠতি ব্যাটার হিসবে তিনি ছেলেবেলা থেকে বিরাটকেই নায়ক মেনে এসেছেন। তাঁর বিরুদ্ধে মাঠে নামাটাই যথেষ্ট সম্মানের। ম্যাচ চলাকালীন যেভাবে ভারতীয় সমর্থকেরা বিরাটের নাম ধরে জয়ধ্বনি দিচ্ছিল তা সত্যি অকল্পনীয়। এই সব কথাই তিনি আলাপকালে বিরাটকে জানিয়েছেন বলে দাবি কনস্টাসের।
অন্যদিকে কোহলিও নাকি নিরুত্তর ছিলেন না। সামনেই শ্রীলঙ্কা সিরিজ। যদিও সেখানে সুযোগ পাওয়ার বিষয়ে নিশ্চিত নন কনস্টাস। কিন্তু যদি সুযোগ আসে, তাহলে যেন ভালো পারফরম্যান্স করতে পারেন তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন কোহলি।