শেষ আপডেট: 10th December 2024 13:01
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেড টেস্ট ম্যাচে ১০ উইকেটে পরাজয়ের পর টিম ইন্ডিয়ার পেসার হর্ষিত রানার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পারথ টেস্টে হর্ষিত নজর কাড়লেও গোলাপি বলে তাঁর পারফরম্যান্স একেবারে ম্যাড়ম্যাড়ে ছিল।
প্রথম ওভারে ১৬ ওভার বল করে তিনি ৮৬ রান দিয়েছেন। আর দ্বিতীয় ইনিংসে যেহেতু অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৯ রানই দরকার ছিল, সেকারণে তিনি আর বল করতে আসেননি।
প্রসঙ্গত, চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের দুই তরুণ ক্রিকেটারের অভিষেক হয়েছে। একজন নীতিশ কুমার রেড্ডি, আর অপরজন হর্ষিত রানা। নীতিশ ইতিমধ্যেই নির্বাচকদের ভরসার দাম দিতে পেরেছেন। কিন্তু, হর্ষিতের থেকে যা প্রত্যাশা করা হয়েছিল, সেই পরীক্ষায় তিনি লেটার মার্কস অর্জন করতে পারেননি।
এমন পারফরম্যান্সের পর অনেকেই বলতে শুরু করেছেন, হর্ষিত রানা যেহেতু কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন, সেকারণেই গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল। আর তাই এমন সাধারণ পারফরম্যান্সের পরও টিম ইন্ডিয়ায় তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গম্ভীরের মেন্টরশিপে কলকাতা নাইট রাইডার্স চলতি বছরই আইপিএল খেতাব জয় করেছে।
তবে গম্ভীর একা নন, গোলাপি বল টেস্টে হর্ষিতের নির্বাচন নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাও। তাঁর কথায়, যতক্ষণ না কেউ ভুল করছে, তাকে এই দল থেকে বাদ দেওয়া হবে না।
তিনি বলেন, 'প্রথম টেস্ট ম্যাচে রানা কোনও ভুল করেনি। ও যা করেছিল, যথেষ্ট ভাল করেছিল। যখনই দলের জন্য ব্রেকথ্রু দরকার ছিল, সেটা দিয়েছে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, যতক্ষণ না কেউ ভুল করছে, তাকে বিনা কারণে বের করা যায় না। এমনকী, সেটা উচিতও নয়।'