শেষ আপডেট: 13th October 2024 18:18
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজে জিতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটা হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ১৩৩ রানে জয়লাভ করার পাশাপাশি সিরিজও ৩-০ ব্যবধানে নিজেদের পকেটে পুরে নিয়েছে।
তবে এই সিরিজে আশা করা হয়েছিল ভারতের তরুণ পেস বোলার হর্ষিত রানাকে হয়ত সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু, সিরিজের তিনটে ম্যাচের মধ্যে একটাতেও তিনি টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেলেন না। ২০২৪ টি-২০ বিশ্বকাপের পর থেকেই টিম ইন্ডিয়ার স্কোয়াডে রয়েছেন হর্ষিত। কিন্তু, এখনও পর্যন্ত তিনি জাতীয় ক্রিকেট দলে ডেবিউ করতে পারেননি।
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে এই তিন ম্য়াচের টি-২০ সিরিজে ভারতের ২ তরুণ পেসার ডেবিউ করেছেন। তাঁরা হলেন মায়াঙ্ক যাদব এবং নীতিশ কুমার রেড্ডি। কিন্তু, আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল পারফরম্য়ান্স করার পরও কেন হর্ষিত সুযোগ পেলেন না। তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ বলছেন যে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর নাকি ইচ্ছাকৃতভাবে হর্ষিতের ডেবিউ করালেন না। আসলে চলতি বছরের শেষদিকে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলাম আয়োজন করা হবে। যেহেতু হর্ষিত আনক্যাপড ক্রিকেটার হিসেবে থেকে গেলেন, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স রিটেন করতে পারবে।
উল্লেখ্য, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তাদের দুজন করে আনক্যাপড ক্রিকেটারকে ৪ কোটি টাকায় রিটেন করতে পারে। তবে কোন কোন ক্রিকেটারকে রিটেন করা হচ্ছে, সেটাই তালিকা আগামী ৩১ অক্টোবরের মধ্যে বিসিসিআই-কে দিতে হবে। যদি টিম ইন্ডিয়ায় হর্ষিত ডেবিউ করে ফেলতেন, তাহলে তাঁকে আরও বেশি টাকা দিয়ে দলে নিতে হত। যেহেতু গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর গৌতম গম্ভীর ছিলেন, সেকারণে প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির জন্য তিনি একটু একস্ট্রা অ্যাডভান্টেজ নিয়েছেন।
তবে সমর্থকদের এই ধারণা একেবারে ঠিক নয়। শোনা যাচ্ছে, তৃতীয় টি-২০ ম্য়াচেই হর্ষিত রানা ভারতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক করতেন। কিন্তু, আচমকা ভাইরাল জ্বরে তিনি আক্রান্ত হন। সেকারণে একেবারে শেষবেলায় ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে প্ল্যান বদল করতে হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত আসন্ন টেস্ট সিরিজে হর্ষিতকে টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে। ভাগ্য ভাল থাকলে, টিম ইন্ডিয়ায় তাঁর ডেবিউ হতেই পারে।