শেষ আপডেট: 16th October 2024 14:43
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারেনি ভারতের মহিলা ক্রিকেট দল। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া প্রথমে নিউজিল্যান্ড এবং তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৯ রানের হেরে যায়। ভারতের এই জঘন্য পারফরম্যান্সের পর অধিনায়ক হরমনপ্রীত কাউরের দিকে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ মনে করেন এবার হরমনপ্রীতের ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া উচিত। তিনি মনে করেন, জেমিমা রডরিগস এই দায়িত্ব গ্রহণের জন্য একেবারে উপযুক্ত।
মিতালি বললেন, জেমিমার বয়স এখনও অনেকটাই কম। হরমনপ্রীতের জায়গায় ওকে নিয়ে ভাবনাচিন্তা করা যেতেই পারে। বর্তমানে হরমনপ্রীতের ফর্ম বলতে একেবারে কিছুই নেই। ৪১ বছর বয়সি মিতালির মতে, এবারের টি-২০ বিশ্বকাপে জেমিমার পারফরম্য়ান্স যথেষ্ট নজর কেড়েছে।
ইএসপিএন ক্রিকইনফো'কে দেওয়া একটি ইন্টারভিউয়ে মিতালি বললেন, 'যদি টিম ইন্ডিয়ার নির্বাচকরা পরিবর্তনের কথা চিন্তাভাবনা করেন, তাহলে আমি অবশ্যই একজন তরুণ ক্রিকেটারের হয়ে সওয়াল করব। এটা পরিবর্তনের সঠিক সময়। এর থেকে বেশি দেরি করলে সামনে আরও একটা ওয়ানডে বিশ্বকাপ চলে আসবে। পরের বছরই ওই বিশ্বকাপ আয়োজন করা হবে।'
তিনি আরও যোগ করলেন, 'জেমিমার বয়স মাত্র ২৪ বছর। এখনও অনেকটাই ছোট। সেকারণে বেশিদিন ভারতীয় ক্রিকেট দলের সেবা করতে পারবে। ও এমন একজন ক্রিকেটার যে গোটা দলের মধ্যে একটা ইতিবাচক এনার্জি নিয়ে আসে।'