শেষ আপডেট: 29th October 2024 19:32
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩১ তারিখ প্রকাশ করা হবে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের রিটেনশন তালিকা। এই তালিকা প্রকাশের আগে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা যথেষ্ট উৎকণ্ঠায় রয়েছেন। উৎকণ্ঠার কারণ একটাই। দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে রিটেন করা হবে না রিলিজ? ইতিমধ্যে একটা ইঙ্গিত অবশ্য পাওয়া গিয়েছে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক পরই মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করে। রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়কের পদে বসানো হয় হার্দিক পান্ডিয়াকে। কিন্তু, দলের সমর্থকরা এই সিদ্ধান্তে একেবারে খুশি হতে পারেননি। কারণ চলতি বছর আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স একেবারে জঘন্য পারফরম্য়ান্স করেছিল। পয়েন্টস টেবিলেও তারা সকলের নীচে শেষ করেছিল। অন্যদিকে, ক্রিকেটার হিসেবে হার্দিক পান্ডিয়াও একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেননি।
এই পরিস্থিতিতে অনেকেই মনে করেছিলেন যে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলামের আগে হার্দিক পান্ডিয়াকে হয়ত রিলিজ করে দিতে পারে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।
আর এই পূর্বানুমানে একেবারেই সিলমোহর দিলেন না টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর কথায়, 'মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস দুটো দলই পাঁচটা করে আইপিএল ট্রফি জিতেছে। এই দুই ফ্র্যাঞ্চাইজির কাছেই যথেষ্ট ভারতীয় ক্রিকেটার রয়েছে। বিদেশি ক্রিকেটারদের আপনি লাইক ফর রিপ্লেসমেন্ট করতেই পারেন। কিন্তু, ভারতীয় ক্রিকেটারদের রিপ্লেসমেন্ট পাওয়া বেশ কঠিন। এই যেমন জসপ্রীত বুমরাহের কোনও লাইক ফর রিপ্লেসমেন্ট হয় না।'
এরপরই ওঠে হার্দিক পান্ডিয়া প্রসঙ্গ। আকাশ চোপড়া মনে করেন, মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হার্দিক পান্ডিয়া চতুর্থ বিকল্প হতে পারে। সূর্যকুমার যাদব হতে পারেন দ্বিতীয় বিকল্প। তিনি মনে করেন, মুম্বই ইন্ডিয়ান্স দলের রিটেনশন তালিকায় কোনও জটিলতা থাকা উচিত নয়। হার্দিক, সূর্য এবং বুমরাহ তিনজন আপাতত কনফার্ম রয়েইছেন। তবে রোহিত শর্মার রিটেনশন যে আপাতত আলোচনা সাপেক্ষ, তা বলা যেতেই পারে। মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা থাকবেন কি না, এটা তাঁর উপরেই ছেড়ে দেওয়া ভাল। এরপর ঈশান কিষান কিংবা তিলক বর্মার মধ্যে কোনও একজনকে নেওয়া হতে পারে।