শেষ আপডেট: 1st February 2025 11:42
দ্য ওয়াল ব্যুরো : চতুর্থ টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের পর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। চতুর্থ টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেন দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি মাত্র ৩০ বলে ৫৩ রান করেন। তাঁর এই ইনিংসে চারটে করে চার এবং ছক্কা রয়েছে। ইতিমধ্যে একটি অবিস্মরণীয় রেকর্ডও কায়েম করলেন তিনি।
শুক্রবার (৩১ জানুয়ারি) হার্দিক পান্ডিয়া তাঁর টি-২০ কেরিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। পাশাপাশি হার্দিকের মুকুটে এক অনন্য রেকর্ডের পালক যোগ হয়ে গিয়েছে। তিনি আন্তর্জাতিক টি-২০ কেরিয়া ১,৫০০-এর বেশি রান, ৫০-এর বেশি উইকেট এবং পাঁচটি হাফসেঞ্চুরি কায়েম করেছেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে হার্দিক এই রেকর্ড কায়েম করেন। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন সাকিব আল হাসান, মহম্মদ নবি এবং সিকন্দর রাজা। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টি-২০ কেরিয়ারে হার্দিক এখনও পর্যন্ত ১,৮০৩ রান করেছেন এবং ৯৪ উইকেট শিকার করেছেন।
চতুর্থ টি-২০ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া দ্বিতীয় ওভারেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল। যদিও রিঙ্কু সিং ৩২ রান করে ভারতীয় ইনিংসকে কিছুটা হলেও সামলেছিলেন। এরপর হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের মধ্যে ৮৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপের দৌলতেই ভারত শেষপর্যন্ত ৯ উইকেটে ১৮১ রান করেছে।
জবাবে ইংল্যান্ডের ফিল সল্ট এবং বেন ডাকেটও শুরুটা বেশ ভাল করেছিলেন। এরপর হ্যারি ব্রুকের হাফসেঞ্চুরি ইংল্যান্ডের ভিত মজবুত করে। যদিও এরপর হর্ষিত রানা, রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তী ম্যাচের রং একেবারে বদলে দেন। রানা এবং বিষ্ণোই তিনটে করে উইকেট শিকার করেছেন। এছাড়া জোড়া উইকেট নেন বরুণ চক্রবর্তী। শেষপর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দল ১৬৬ রানে অলআউট হয়ে যায়।