শেষ আপডেট: 30th September 2024 08:22
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের একটি বৈঠক আয়োজন করা হয়। এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আনক্যাপড প্লেয়ার থেকে আরটিএম, প্লেয়ার্স রিটেনসন, ম্যাচ ফি এবং ফ্র্যাঞ্চাইজি পার্স সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা করা হয়।
জানা গিয়েছে, এবারও আইপিএল টুর্নামেন্ট ২০২৫ মার্চ মাসের শেষ সপ্তাহ কিংবা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে। তবে এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচটা খেলতে পারবেন না।
গত আইপিএল মরশুমে লিগ পর্যায়ের অন্তিম ম্যাচে একটা বড়সড় ভুল করে ফেলেছিলেন হার্দিক পান্ডিয়া। লখনউ জায়ান্টসের বিরুদ্ধে তারা লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নেমেছিল। এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দলের বোলাররা নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেননি। এই নিয়ে একই মরশুমে হার্দিক পান্ডিয়া একই ভুলের তিনবার পুনরাবৃত্তি করেন। ম্যাচ শেষ হওয়ার পর হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ৩০ লাখ টাকার জরিমানা এবং একটি ম্যাচ নির্বাসিত করা হয়েছিল। সেকারণেই তিনি ২০২৫ আইপিএল মরশুমের প্রথম ম্য়াচটা খেলতে পারবেন না। ২০২৪ আইপিএল মরশুমে হার্দিক পান্ডিয়া ছাড়া ঋষভ পন্থকেও এক ম্যাচ নির্বাসিত করা হয়েছিল।
২০২৪ আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স একেবারে নজর কাড়তে পারেনি। লিগ পর্যায়ের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের ১৮ রানে হারতে হয়েছিল। প্রসঙ্গত, এই বছর মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল টুর্নামেন্টে মাত্র চারটে ম্যাচ জিততে পেরেছে। পয়েন্টস টেবিলে তারা একেবারে অন্তিম স্থানে ছিল।
২০২৪ আইপিএল টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়ার পারফরম্য়ান্সও একেবারে নজর কাড়তে পারেনি। এই মরশুমে তিনি মোট ১৩ ইনিংসে মাত্র ১৮-র ব্যাটিং গড়ে ২১৬ রান করেছিলেন। এর পাশাপাশি তিনি ১১ উইকেট শিকার করেন। তাঁর ইকোনমি রেট ছিল ১০.৭৫।