শেষ আপডেট: 2nd November 2024 14:16
দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের বাদশা। কিং খান। দুটো হাত প্রসারিত করলে আত্মহারা হয় আসমুদ্রহিমাচল। শনিবার (২ নভেম্বর) ৫৯ বছরে পা দিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে একটি স্পেশাল পোস্ট শেয়ার করেছে কলকাতা নাইট রাইডার্স।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স-য়ে কলকাতা নাইট রাইডার্স লিখেছে, 'বার্থডে গ্রিটিংস টু আওয়ার সুপারস্টার জো সারি দুনিয়া পর ছা গয়া।' এই লাইনের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমাদের সেই সুপারস্টারকে জন্মদিনের একরাশ শুভেচ্ছা যিনি গোটা দুনিয়ায় রাজত্ব করছেন।' পাশাপাশি শাহরুখের বেশ কয়েকটি ছবির কোলাজও পোস্ট করা হয়েছে। এই টুইট ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Birthday greetings to our superstar joh ???????????????????? ???????????????????????? ???????????? ???????????????? ????????????????! ???????? pic.twitter.com/EzyaMCvHKJ
— KolkataKnightRiders (@KKRiders) November 1, 2024
প্রসঙ্গত, ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা গ্রহণ করেছিলেন শাহরুখ খান। ইতিমধ্যে এই ফ্র্যাঞ্চাইজি তিনবার আইপিএল খেতাব জয় করেছে। সম্প্রতি, আরও একবার সংবাদ শিরোনামে উঠে এসেছে কেকেআর ব্রিগেড। ২০২৫ আইপিএল মেগা অকশনের আগে তারা রিটেনশন তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নাম রয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিংয়ের।
দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দিয়েছে কেকেআর ব্রিগেড। কলকাতা নাইট রাইডার্সের এই সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। কারণ ২০২৪ সালে শ্রেয়সের নেতৃত্বেই আইপিএল খেতাব জয় করেছিল নাইট ব্রিগেড। এই পরিস্থিতিতে দলের অধিনায়ককে ছেড়ে দেওয়া ফ্র্যাঞ্চাইজির যথেষ্ট বলিষ্ঠ একটা সিদ্ধান্ত।