শেষ আপডেট: 8th January 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: ব্যাক টু বেসিকস… গোড়ার গলদ শোধরাতে হলে গোড়াতেই ফিরে এসো। অফ ফর্মে থাকা দুই ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির উদ্দেশে এমনই পরামর্শ দিলেন জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। রবির মতে, ছন্দে ফিরতে হলে দুজনেরই উচিত হবে রঞ্জিতে নামা। ঘরোয়া ক্রিকেটে গা ঘামালেই রোহিত, কোহলি ফর্ম ফিরে পাবেন। আশাবাদী তিনি।
শাস্ত্রীর মতে, রঞ্জি টুর্নামেন্টে লাল বলে খেলার সুযোগ পেলে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানই নিজেদের স্কিলকে আরও ধারালো করতে পারবেন। পাশাপাশি তরুণ অনভিজ্ঞ খেলোয়াড়েরাও তাঁদের সঙ্গে ড্রেসিং রুমে সময় কাটাতে পারলে উপকৃত হবে।
রবির বক্তব্য, ‘’যদি হাতে সময় থাকে, আমি বলব, ঘরোয়া টুর্নামেন্টে নেমে পড়ো। এত দীর্ঘ সময় ধরে টেস্ট খেলতে থাকলে এই ধরনের ম্যাচে নামার বেশ কিছু সুফল পাওয়া যায়। প্রথমত, তুমি উঠতি খেলোয়াড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সুযোগ পাবে। দ্বিতীয়ত, তারাও তোমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পেরে উপকৃত হবে।‘’
উল্লেখ্য, সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকার সিরিজে কোহলি ঝুলিতে রয়েছে মোট ১৯০ রান। একটি সেঞ্চুরি বাদ দিলে আর সমস্ত ইনিংসে বিরাটের রাহুদশা কাটেনি। অফ স্ট্যাম্পের বাইরের বলে ক্রমাগত খোঁচা মেরে আউট হয়েছেন তিনি। রোহিতের অবস্থা আরও শোচনীয়। ৬.২ গড়ে সিরিজে রান করেন তিনি।
এই প্রসঙ্গে রবি সচিন ও লারা-র তুলনা টেনেছেন। তাঁর মতে, কেরিয়ারের শেষ দুই মরশুম সচিনের কাছে মোটেও সুখকর ছিল না। তবুও খেলা চালিয়ে যান স্রেফ তরুণদের পাশে থেকে তাদের চাগিয়ে তুলবেন বলে।
কোহলি, রোহিতের অবসর নিয়ে জল্পনাতেও জল ঢেলেছেন শাস্ত্রী। তাঁর মতে, একজন ৩৬ আরেকজন ৩৮-এর কোঠায় দাঁড়িয়ে। তাঁদের ভেতর নতুন কিছু করার উদ্যম, সেই খিদে বেঁচে আছে কি না বুঝে সিদ্ধান্ত নিতে হবে।