শেষ আপডেট: 16th April 2024 16:22
দ্য ওয়াল ব্যুরো: গ্লেন ম্যাক্সওয়েল এমন এক ক্রিকেটার, যিনি সবদিক থেকেই ব্যতিক্রম। তিনি গত মরশুমে দারুণ ছন্দে ছিলেন। ব্যাটিং করতে নামলেই মনে হবে তিনি দলকে জিতিয়ে দেবেন।
এবার পরিস্থিতি আলাদা। ছ’ম্যাচে তাঁর মোট রান ২৮। তিনটি ম্যাচে খাতাই খুলতে পারেননি। সোমবারের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাঁকে একাদশেই রাখেনি বেঙ্গালুরু দল। তাঁর পরিবর্তে এই ম্যাচে একাদশে ছিলেন উইল জ্যাকস।
হতশ্রী ফর্মের কারণে এবার অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। কবে তিনি দলে ফিরবেন, সেই বিষয়ে কিছু জানাননি।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ম্যাক্সওয়েল জানিয়েছেন, এই মুহূর্তে শারীরিক ও মানসিকভাবে তিনি ভাল নেই। যে কারণেই বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন।
ম্যাক্সওয়েল বলেন, ‘‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটি একটি সহজ সিদ্ধান্ত ছিল। আমি শেষ ম্যাচের পর ফাফ (ডু প্লেসি) এবং কোচের কাছে গিয়েছিলাম এবং বলেছিলামে যে, আমি মনে করি, দলের জন্য অন্য কাউকে দিয়ে খেলানোর সময় এসেছে। আগেও আমি এই পরিস্থিতিতে পড়েছিলাম। আমি যদি এখন খেলা চালিয়ে যাই, তা হলে গাড্ডায় পড়ে যাব। আমি সেটি চাই না। তাই আমার পক্ষে বিশ্রামই ভাল। আমাকে মানসিক ও শারীরিকভাবে তরতাজা হয়ে উঠতে হবে।’’
ম্যাক্সওয়েল অবশ্য এও জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি দলের জন্য ফিরতে পারেন। তবে তার আগে দরকার মানসিকভাবে ফিট হয়ে ওঠা। ২০১৯ সালেও সাময়িকভাবে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল। তারপর ম্যাচে ফিরে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।