শেষ আপডেট: 29th October 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল আপাতত একে অপরের খুব ভাল বন্ধু। কিন্তু, অতীতে তাঁদের মধ্যে একেবারেই সুসম্পর্ক ছিল না। সম্প্রতি 'দ্য শো-ম্যান' বইয়ে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার একথা উল্লেখ করেন। জানান, পঞ্জাব কিংসের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার তাঁকে দলে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
পাশাপাশি এই সাপোর্টের জন্য প্রাক্তন আরসিবি অধিনায়ককে ধন্যবাদও জানান ম্যাক্সওয়েল। গত চার বছর ধরে তাঁরা আইপিএল টুর্নামেন্টে একই দলের হয়ে খেলছেন। তবে একটি অপ্রীতিকর ঘটনার কারণে বিরাট কোহলি তাঁকে ইনস্টাগ্রামে একবার ব্লক করে দিয়েছিলেন।
২০২১ সালে আরসিবি ১৪.২৫ কোটি টাকায় ম্যাক্সওয়েলকে দলে নিয়েছিল। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার দলে আসার পর আরসিবি-র ব্যাটিং ইউনিট আরও বিধ্বংসী হয়ে ওঠে। একটা সময় কোহলি, এ বি ডিভিলিয়ার্স এবং ম্যাক্সওয়েল ব্যাট হাতে কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন।
ওই মরশুমের ম্যাক্সওয়েল ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট ৫০০ রান করেন। দল প্লে-অফে উঠেছিল এবং তৃতীয় স্থানে তারা দৌড় শেষ করে।
তবে তার আগে ম্যাক্সওয়েলের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক খুব একটা ভাল ছিল না। ২০১৭ সালে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল।
একটি পডকাস্ট অনুষ্ঠানে ম্য়াক্সওয়েল বললেন, 'আমি যখন আরসিবি দলে যোগ দিয়েছিলাম, সেইসময় বিরাট কোহলিই সবার আগে আমাকে স্বাগত জানিয়েছিল। অনুশীলন করার সময় আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। আমি সোশ্যাল মিডিয়ায় বিরাটকে ফলো করতাম। কিন্তু, একদিন লক্ষ্য করলাম যে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।'
এরপর তিনি বলেন, 'ও যে সোশ্যাল মিডিয়ায় রয়েছে, সেটা আমি খুব ভাল করেই জানতাম। কেউ আমাকে বলেছিল যে বিরাট নাকি আমাকে ব্লক করে দিয়েছে। আর সেকারণেই আমি ওকে আর খুঁজে পাচ্ছি না। ওই ব্যক্তির কথা আমি অবশ্য বিশ্বাস করিনি।'
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া ক্রিকেট দল যখন ভারত সফরে এসেছিল, সেইসময় দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। ম্যাক্সওয়েল ব্যঙ্গ করেন বিরাট কোহলিকে। অন্যদিকে, স্টিভ স্মিথের উপর চড়াও হয়েছিলেন ইশান্ত শর্মা। এই বিতর্কের জল অনেকটাই দুরে গড়িয়েছিল।
সম্পর্কের উন্নতির পর ম্য়াক্সওয়েল বিরাটকে জিজ্ঞাসা করেছিলেন যে কোহলি সত্যি সত্যিই তাঁকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছিলেন কি না। জবাবে কোহলি ওই ঘটনার কথা উল্লেখ করেন এবং জানিয়ে দেন যে তিনি ব্লক করেছিলেন। শেষপর্যন্ত বিরাট তাঁকে আনব্লক করেন এবং তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়ে যায়।
শোনা যাচ্ছে, আসন্ন মরশুমে বিরাট কোহলিকে রিটেন করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু, ম্যাক্সওয়েলকে রিলিজ করে দেওয়া হতে পারে।