শেষ আপডেট: 13th January 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি মুম্বইয়ে বিসিসিআই-এর রিভিউ মিটিং আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে টিম ইন্ডিয়ার ভবিষ্যত সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারমধ্যে অন্যতম ছিল টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক কাকে নির্বাচন করা হবে। সেই ব্যাপারে মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাওয়া গেল।
২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফির পর থেকেই রোহিত শর্মার অধিনায়কত্ব নির্বাচকদের আতস কাচের নীচে পড়তে শুরু করেছে। সূত্রের খবর, রোহিতকে নাকি টিম ইন্ডিয়ার অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু, যতদিন না পর্যন্ত তাঁর উত্তরসূরী পাওয়া যাচ্ছে, ততদিন অবশ্য রোহিতই এই দায়িত্ব সামলাবেন।
তবে দৈনিক জাগরণে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর নাকি ইতিমধ্যে রোহিত শর্মার বিকল্প অধিনায়ককে বেছে ফেলেছেন। আপাতত সেই নাম ঘোষণা শুধুমাত্র সময়েরই অপেক্ষা।
গত রবিবার (১২ জানুয়ারি) এই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ব্যাপারে নাকি রোহিত শর্মারও মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তিনি গোটা বিষয়টি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্তের উপরেই ছেড়ে দিয়েছেন। সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, যতদিন না পর্যন্ত বোর্ড তাঁর উত্তরসূরী খুঁজে বের করবেন, ততদিন তিনি এই দায়িত্ব সামলাবেন।
পাশাপাশি টিম ইন্ডিয়ার ৩৭ বছর বয়সি এই ক্রিকেটারের ফর্ম নিয়েও নির্বাচকরা উদ্বেগ প্রকাশ করেছেন। সঙ্গে এও জানা গিয়েছে, আগামীদিনে রোহিত নিজের উত্তরসূরীকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন। এরপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রোহিত টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই ভারতীয় ক্রিকেট দলের আগামী অধিনায়কের নাম ঘোষণা করবেন নির্বাচকরা।
তবে সোমবার (১৩ জানুয়ারি) দৈনিক জাগরণে প্রকাশিত আরও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোহিতের এই রাজ্যপাট আগামীদিনে জসপ্রীত বুমরাহের হাতে তুলে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার জন্য একজন শক্তিশালী সহ-অধিনায়কেরও দরকার পড়বে। কারণ ভারতের এই ফাস্ট বোলারের উপর যে ওয়ার্কলোড পড়বে, সেটাই আপাতত সবাইকে ভাবাচ্ছে। এক্ষেত্রে নির্বাচকদের একাংশ ঋষভ পন্থকে টিম ইন্ডিয়ার আগামী টেস্ট অধিনায়ক করার পক্ষে সওয়াল তুলেছেন। যদিও কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন যে যশস্বী জয়সওয়ালকে তিনি এই কুর্সিতে দেখতে চান।
উল্লেখ্য, আইপিএল টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ঋষভ পন্থের। এমনকী, ২০২২ সালের জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়াকেও নেতৃত্ব দিয়েছিলেন। এই সিরিজে কেএল রাহুলেরই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি করার কথা ছিল। কিন্তু, চোটের কারণে তিনি খেলতে পারেননি।