শেষ আপডেট: 13th October 2024 19:19
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটের পর টি-২০ সিরিজেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার দায়িত্ব গৌতম গম্ভীর গ্রহণ করার পর এত বড় সাফল্য এর আগে আসেনি। সেকারণে খুব স্বাভাবিকভাবে তিনি উচ্ছ্বসিত।
শনিবার মধ্যরাতেই (১৩ অক্টোবর) তিনি একটি টুইট করেছেন। সেখানে লিখেছেন 'আ ট্যুর ডি ফোর্স'। সেইসঙ্গে ট্রফি নিয়ে টিম ইন্ডিয়ার উচ্ছ্বাসের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
A tour de force! ???????? pic.twitter.com/fzhpEaHxTN
— Gautam Gambhir (@GautamGambhir) October 12, 2024
প্রসঙ্গত, শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ধামাকাদার সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন। পাশাপাশি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও জ্বালাময়ী ব্যাটিং করলেন। সেই সুবাদে ভারত ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে।
এরপর বাংলাদেশ ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৬৪ রান করে। শেষপর্যন্ত এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৩৩ রানে জয়লাভ করেছে।