শেষ আপডেট: 16th September 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো: গৌতম গম্ভীরকে চেনেন না, এমন ভারতীয় ক্রিকেট সমর্থক বোধহয় খুব কম রয়েছেন। ক্রিকেটার হিসেবে তাঁর সুখ্যাতি তো ছিলই, বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করছেন। চলতি বছর তাঁর মেন্টরশিপে কলকাতা নাইট রাইডার্স ১০ বছর পর আইপিএল খেতাব জয় করেছে।
কিন্তু, সুনামের পাশাপাশি গৌতম গম্ভীরকে নিয়ে বিতর্কও নেহাতই কম নেই। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির সঙ্গে তাঁর বিবাদ কারোর কাছেই অজানা নয়। সম্প্রতি টিম ইন্ডিয়ার এক প্রাক্তন ক্রিকেটার গম্ভীরকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করলেন।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া সম্প্রতি রাজ শামানির ইউটিউব পডকাস্টে এসেছিলেন। সেখানে তিনি ভারতীয় ক্রিকেট দলের একাধিক পরিবর্তন নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, একটা সময় তো বীরেন্দ্র সেহওয়াগের মতো ক্রিকেটারকেও চার নম্বরে ব্যাট করতে হয়েছিল।
আকাশ চোপড়ার কথায়, 'ভারতীয় ক্রিকেট দল বরাবরই যথেষ্ট ভালো ছিল। আমরা যখন খেলতাম, সেইসময় শিখর ধাওয়ান এবং বিরাট কোহলির মধ্যে যে কোনও একজনই প্রথম একাদশে সুযোগ পেতেন। ওপেনিংয়ের বদলে সেহওয়াগকে চার নম্বরে পাঠানো হত। যাতে তিন নম্বরে বিরাট কোহলি কিংবা শিখর ধাওয়ানকে খেলানো যেতে পারে। ওপেনিং স্লটে গৌতম গম্ভীর কিংবা আমার মধ্যে যে কোনও একজনকে পাঠানো হত।'
তবে এই পডকাস্ট শো-য়ে আকাশ চোপড়া বলেছেন, গৌতম গম্ভীর তাঁর বন্ধু নন। কারণ ওপেনিং স্লটের জন্য গম্ভীরের সঙ্গে তাঁর হামেশাই টেক্কা দেওয়া-নেওয়া চলত। কিন্তু, গম্ভীরের মধ্যে ক্রিকেটের প্রতি একটা প্রবল খিদে লক্ষ্য করা যেত। ও যথেষ্ট আবেগ প্রবণ, পরিশ্রমী এবং নিজের কাজ নিয়েই থাকত। সেকারণেই একজন সফল ক্রিকেটার হতে পেরেছে এবং জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রচুর রান করেছে।
Akash chopra said Gautam Gambhir is a typical delhi guy, he may seems agressive but he's having a golden heart
— Gauti Harshit Dhiman (GG Ka Parivar) (@GautiDhiman) September 15, 2024
They way he worked for delhi is exceptional, really appreciated his work in the tough times of COVID & Jan rasoi is a good step too @GautamGambhir pic.twitter.com/MvJCE4Vksu
আকাশ চোপড়া আরও যোগ করলেন, গৌতম গম্ভীর খুব ভাল মনের একজন মানুষ। যথেষ্ট বিত্তবান পরিবার থেকে তিনি উঠে এসেছেন। ওঁর মধ্যে শিশুদের মতো জেদ রয়েছে। গোটা দিন মাঠেই থাকতে পারে। সোনার চামচ মুখে নিয়ে ও জন্মেছে। কিন্তু, ক্রিকেট মাঠে তার কোনও প্রভাব দেখতে পাওয়া যায় না।