শেষ আপডেট: 23rd October 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম নিউজিল্যান্ড আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে। এই ম্যাচটি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হবে। চলতি সিরিজের প্রথম ম্য়াচে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে রোহিত শর্মার দল পুনেতে জয়লাভ করে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাতে চাইবে।
দ্বিতীয় টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ কেমন হতে পারে, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এই টেস্ট ম্যাচে হয়ত বাদ পড়তে পারেন কেএল রাহুল। টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হতে পারে, তা নিয়ে স্পষ্ট কথা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর। গম্ভীরের এই মন্তব্য থেকেই আভাস পাওয়া যাচ্ছে, কেএল রাহুল দ্বিতীয় টেস্ট ম্য়াচে আদৌ খেলবেন কিনা।
পুনে টেস্ট ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট সমালোচকদের মুখ কার্যত বন্ধ করে দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। তিনি কার্যত হুঙ্কার দিলেন, 'সোশ্যাল মিডিয়া কোনওদিন প্রথম একাদশ নির্ধারণ করে না। সোশ্যাল মিডিয়ার বিশেষজ্ঞরা কী বলছেন, তা নিয়ে আমাদের একেবারেই মাথাব্যথা নেই। টিম ম্যানেজমেন্ট কী ভাবছে, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কানপুরের কঠিন উইকেটে আমরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলাম। হ্যাঁ, ওরা বড় রান করতে চাইবেই। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আপাতত রাহুলের পাশেই দাঁড়াতে চায়।'
বেঙ্গালুরু টেস্টে কেএল রাহুল যথেষ্ট খারাপ পারফরম্য়ান্স করেছিলেন। তাঁর ব্যাটিং দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন। এই ম্যাচের প্রথম ইনিংসে কেএল রাহুল রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে যখন তাঁর ব্যাট থেকে একটা বড় রানের প্রত্যাশা করা হচ্ছিল, সেইসময় মাত্র ১২ রান করে তিনি আউট হয়ে যান। এরপর সোশ্যাল মিডিয়ায় কেএল রাহুলকে নিয়ে যথেষ্ট ট্রোলিং শুরু হয়। এমনকী ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁকে বাদ দেওয়ার দাবিও তোলেন।