শেষ আপডেট: 24th October 2024 11:14
দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ঠাঁই মেলেনি কেএল রাহুলের। সম্প্রতি রাহুলের ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছিল। কিন্তু, তাঁকে দল থেকে বাদ দিতেই টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে তোপের মুখে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং। এমনকী, একজন তো আবার তাঁকে 'নির্লজ্জ' বলেও সম্বোধন করেছেন। কেন আচমকা এই হাওয়াবদল? আসুন কারণটা জেনে নেওয়া যাক।
দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে বুধবার একটি সাংবাদিক বৈঠকে এসেছিলেন গৌতম গম্ভীর। সেইসময় একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন যে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে কেএল রাহুলের ভবিষ্যৎ ঠিক কী? প্রশ্ন শুনেই ভড়কে যান গম্ভীর।
তিনি কার্যত চাঁচাছোলা ভাষায় জবাব দেন, 'সোশ্যাল মিডিয়া ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ নির্ধারণ করে না। সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা কী ভাবছেন, তা নিয়ে আমাদের একেবারেই মাথাব্যথা নেই। ভারতীয় টিম ম্যানেজমেন্ট আপাতত কেএল রাহুলের পাশেই দাঁড়াতে চায়।' কিন্তু, বৃহস্পতিবার সকালেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয় কেএল রাহুলকে। গম্ভীরের এই বিপরীতধর্মী মন্তব্যের কারণেই তোপের মুখে পড়তে হয়েছে।
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্ট ম্যাচে একা গম্ভীরই নন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকেও তোপের মুখে পড়তে হয়েছে। পুনে টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ায় মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়েছেন কেএল রাহুল, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। এরপর রোহিত শর্মার সমালোচনা করে একজন নেট নাগরিক লিখেছেন, 'শুধুমাত্র ক্যাপ্টেন্সি কোটার কারণেই রোহিত শর্মা এই দলে খেলছেন। দেখা গেলে, গত কয়েকটা সিরিজে কেএল রাহুলের থেকেও কম রান করেছেন রোহিত শর্মা। আর গত ম্যাচে তিনি কতটা খারাপ ক্যাপ্টেন্সি করেছেন, তা আমরা সকলেই দেখেছি। কিন্তু, রোহিত অধিনায়ক বলে কেউ ওকে ড্রপ করতে চাইছে না।'
তবে কেএল রাহুলকে ড্রপ করা হলেও টিম ইন্ডিয়ায় নিজের জায়গা পাকা করে ফেলেছেন সরফরাজ খান। বেঙ্গালুরু টেস্টে টিম ইন্ডিয়া ৮ উইকেটে হেরে গেলেও দ্বিতীয় ইনিংসে সরফরাজ ১৫০ রানের একটা ধামাকাদার ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসের প্রশংসা আপাতত গোটা ক্রিকেট বিশ্বেই হচ্ছে।