শেষ আপডেট: 1st January 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো : একটার পর একটা লজ্জার হার। বইছে সমালোচনার ঝড়। শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম ইতিমধ্যে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে চতুর্থ টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল। একটা সময় মেলবোর্ন টেস্টে ড্র নিশ্চিত ছিল। কিন্তু, অন্তিম দিনের তৃতীয় সেশনে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচও হাতছাড়া করে। সূত্রের খবর, এই ফলাফলের পর গম্ভীর আর মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ড্রেসিংরুমে ফিরতেই ভারতীয় ক্রিকেটারদের উলটো-পালটা কথা শুনিয়ে দিয়েছেন তিনি।
ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, মেলবোর্ন টেস্ট ম্যাচে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড়দের উপর মেজাজ হারালেন গম্ভীর। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মেলবোর্নে পরাজয়ের পরই গম্ভীর গোটা দলকে বলেন যে অনেক হয়েছে। আর নয়। পাশাপাশি মাঠের মধ্যে কয়েকজন ক্রিকেটারের ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন গম্ভীর, এমনটাও জানা গিয়েছে।
সূত্রের খবর, গম্ভীর নাকি ভারতীয় ক্রিকেটারদের নিজের মতো খেলার জন্য় ৬ মাস সময় দিয়েছিলেন। কিন্তু, সেই সময় ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এবার থেকে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুসারে যিনি খেলতে পারবেন না, তাঁকে দল থেকে বের করে দেওয়া হবে।
মনে করা হচ্ছে, মেলবোর্নে ঋষভ পন্থের খারাপ শটই ভারতীয় ক্রিকেট দলের হাত থেকে ম্যাচের রাশ কেড়ে নেয়। এমনকী, বিরাট কোহলিও অষ্টম স্টাম্পে বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা শুরুটা বেশ দেখেশুনে করলেও, কিছুক্ষণের মধ্যে তিনি নিজের স্বাভাবিক খেলায় ফিরে আসেন। সেইসঙ্গে আউট হয়ে ফিরে যান। ভারতীয় ক্রিকেটারদের এমন দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্সের কারণেই গম্ভীর রেগে লাল হয়ে যান। এবার তিনি চরম সিদ্ধান্তের পথেই হাঁটতে চলেছেন।