দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির সম্পর্কের টানাপড়েন নতুন কিছু নয়। বেশ কয়েকবার গম্ভীরের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন তিওয়ারি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আবারও গম্ভীরের বিরুদ্ধে ‘অপমানজনক ভাষা ও হুমকি’ দেওয়ার অভিযোগ তুলেছেন।
মনোজ তিওয়ারি জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার সময় একবার ব্যাটিং পজিশন নিয়ে গম্ভীরের সঙ্গে তীব্র তর্কাতর্কি হয়, যা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছেছিল। তিনি বলেন, 'আমি খুব বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে গিয়েছিলাম। তখন গম্ভীর এসে আমাকে বলেন, ‘এই মনোভাব চলবে না। তোকে কখনওই খেলাব না।’ আমি জিজ্ঞেস করেছিলাম, 'কেন এমন বলছেন?' তখন তিনি আমাকে হুমকি দেন।"