শেষ আপডেট: 5th January 2025 11:13
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে হেরে গিয়েছে। এই হারের পর সাংবাদিক বৈঠকে আসেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। সাংবাদিক বৈঠকে তাঁকে একাধিক কঠিন প্রশ্নের জবাব দিতে হয়। এরমধ্যে অন্যতম কঠিন প্রশ্ন ছিল, ভারতীয় টেস্ট ক্রিকেট স্কোয়াডে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আর দেখতে পাওয়া যাবে কি না।
এই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ব্যাটে রানের খরা কাটানোর জন্য সিডনিতে আয়োজিত শেষ টেস্ট ম্যাচে খেলেননি রোহিত শর্মা। অন্যদিকে বিরাট কোহলি খেললেও, ভাগ্যের চাকা ঘোরাতে পারেননি। এই পরিস্থিতিতে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে এই দুই মহাতারকাকে আর কোনও সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল।
গম্ভীর বললেন, 'কোনও ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আমি মন্তব্য করতে পারব না। এটা ওদের উপরেই ছেড়়ে দিন। ওদের মধ্যে এখনও রানের খিদে রয়েছে। দলের প্রতি দায়বদ্ধতাও আছে। আশা করব, ভারতীয় ক্রিকেট দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবে।'
অনেকেই বলতে শুরু করেছেন, যদি রানের পরিসংখ্যান বিচার করা হয়, তাহলে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে থাকার যোগ্যতাই নেই বিরাট কোহলির। শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই যে তিনি ফ্লপ করেছেন, এমনটা নয়। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাঁর ব্যাটে রান দেখতে পাওয়া যায়নি।
এরপর ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মা নির্বাচকদের যে মাথাব্যথার কারণ হবেন, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে।