শেষ আপডেট: 2nd January 2025 14:04
দ্য ওয়াল ব্যুরো : লাগাতার খারাপ পারফরম্যান্সের কারণে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা নির্বাচকদের আতসকাচের তলায় রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতেও তিনি ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। গত বছর ১৫ ইনিংসে রোহিত মোট ১০ বার এক অঙ্কের রান করেছেন।
তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল, গত পাঁচ ইনিংসে রোহিতের ব্যাট থেকে মাত্র ৩১ রান বেরিয়ে এসেছে। যথাক্রমে ৩, ৬, ১০, ৩ এবং ৯ রান করে আউট হয়েছে। ব্যাটিং গড় ৬.২০। অস্ট্রেলিয়ার মাটিতে এত খারাপ পারফরম্যান্স এর আগে কোনও ভারতীয় ক্রিকেট অধিনায়ক করেননি।
এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, সিডনি টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন রোহিত শর্মা। তাঁর খারাপ ফর্ম বিচার করেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। এই ব্যাপারে সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরকেও প্রশ্ন করা হয়েছিল। তাঁর কথায়, ধোঁয়াশা আরও বেড়ে গেল।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিলেন, টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
গম্ভীর বললেন, 'সকলেই জানেন যে আমাদের কোন কোন জায়গায় উন্নতি করতে হবে। যখন কেউ দেশের জন্য় খেলে, তখন সে নিজের সেরাটাই উজাড় করে দেয়। আমি মনে করি যে একজন খেলোয়াড় এবং কোচের মধ্যে যে বিতর্ক রয়েছে, সেটা তাদের মধ্যেই রেখে দেওয়া ভাল। যাবতীয় আলোচনা ড্রেসিংরুমের মধ্য়েই থাকা উচিত।'
এরপর তিনি বলেন, 'রোহিতকে নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। আগামীকাল উইকেট দেখার পরই দলের প্রথম একাদশ ঘোষণা করব। ড্রেসিংরুমে শুধুমাত্র একটা বিষয় নিয়েই আমাদের আলোচনা হয়েছে। কীভাবে পরের ম্যাচটা আমরা জিততে পারি। সেটাই এখন আমাদের কাছে সবথেকে বড় বিষয়।'