শেষ আপডেট: 21st October 2024 13:28
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের প্রথম টেস্ট ম্য়াচটা বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল। টম লাথামের নেতৃত্বে কিউয়িরা এই টেস্ট ম্য়াচে ৮ উইকেটে জয়লাভ করেছে। প্রসঙ্গত, ৩৬ বছর পর ভারতের মাটিতে কোনও টেস্ট ম্যাচ জিততে পারলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আর টিম ইন্ডিয়ার এই দুর্দিনে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন।
আসলে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় ক্রিকেট দল যেভাবে লড়াই করেছে, তার ভুয়শী প্রশংসা করলেন বাসিত আলি। তবে টিম ইন্ডিয়ার সম্পর্কে একটি উদ্বেগের কথাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে জসপ্রীত বুমরাহের সুযোগ্য পার্টনার দরকার।
বাসিত আলি পরোক্ষভাবে এই কথাটি যে টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজকে উদ্দেশ্য করেই বলেছেন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। বুমরাহকে নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বললেন, 'নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে যে ৮ ওভারের স্পেল করেছেন, সেটা দেখে আমার ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে গেল। কিন্তু, ভারতকে একথা মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়ার মাটিতে জসপ্রীত বুমরাহের একজন সুযোগ্য পার্টনারের দরকার পড়বে। বুমরাহের কাছে ভাল কোনও জুড়িদার নেই।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'অস্ট্রেলিয়া সিরিজের আগে মহম্মদ সামির ফিট হয়ে ওঠা ভারতীয় ক্রিকেট দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দলের ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। রোহিত শর্মা ফিফটি করেছেন, বিরাট কোহলিও ৭০ রান করেছেন। এটা ভারতীয় ক্রিকেট দলের কাছে যথেষ্ট ভাল একটা সংকেত। সরফরাজ খান ১৫০ রান করার পাশাপাশি দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ঋষভ পন্থও টেস্ট ক্রিকেটে আগের থেকে অনেক ভাল পারফরম্য়ান্স করছেন।'
আগামী ২২ নভেম্বর থেকে বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটা পারথে আয়োজন কর হবে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে টানা দুটো টেস্ট সিরিজে জয়লাভ করেছে। এবার জিতে টিম ইন্ডিয়া হ্যাটট্রিক করতে চাইবে। এই সিরিজে দুটো দলের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। আগে এই সিরিজে চারটে ম্য়াচ আয়োজন করা হত।