শেষ আপডেট: 23rd December 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো : কলকাতা ক্রীড়া ময়দানে আচমকাই শোকের ছায়া নেমে এসেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক শুভজিৎ বন্দোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। পরিবার সূত্রে খবর, ঘুমের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, কলকাতা ময়দানে 'ঘোড়া' নামেই জনপ্রিয় ছিলেন শুভজিত। সোমবার সকালে (২৩ ডিসেম্বর) তাঁর সোনারপুরের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এই ঘটনায় বাংলার ক্রীড়ামহল আপাতত শোকস্তব্ধ।
খুব অল্প সময়ের মধ্যেই বাংলার ক্রিকেটে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন শুভজিত। ২০১৪ সালে তিনি বাংলা ক্রিকেট দলের হয়ে অভিষেক করেন। ওড়িশার বিরুদ্ধে তিনি দুর্দান্ত পারফরম্যান্সে সকলের নজর কেড়েছিলেন। বিজয় হাজারে ট্রফির ওই ম্যাচে তিনি ৩৩ রানের অনবদ্য একটি ইনিংস উপহার দিয়েছিলেন। যদিও বাংলার হয়ে তিনি খুব একটা বেশি সময় খেলার সুযোগ পাননি। ৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলার জার্সিতে খেলেছিলেন।
বাংলার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের হয়েও খেলেন তিনি। নেতৃত্বও দিয়েছেন লাল-হলুদ ব্রিগেডকে। রয়েছে আরও একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতাও। উল্লেখ্য, গত মরশুমে তিনি মনোহরপুকুর মিলন সমিতির হয়ে খেলেছিলেন। বাংলার এই ডানহাতি ব্যাটার তিনটে রনজি এবং চারটে লিস্ট এ ম্যাচ খেলেছেন।