শেষ আপডেট: 24th November 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরও একবার সংবাদ শিরোনামে উঠে এসেন। সম্প্রতি সংবিধান @ ৭৫ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানেই তিনি জানান যে ক্রিকেট খেলা দেখতে কতটা ভালবাসেন তিনি।
সম্প্রতি অবসর গ্রহণ করেছেন দেশের ৫০তম প্রধান বিচারপতি। চন্দ্রচূড় জানালেন, ব্যস্ত সূচির কারণে তিনি ক্রিকেট ম্যাচ দেখার খুব বেশি একটা সময় পান না। কিন্তু, যতটা সম্ভব তিনি ভারতীয় ক্রিকেট দলের খবর রাখার চেষ্টা করেন।
তিনি বললেন, 'আমার প্রিয় খেলা অবশ্যই ক্রিকেট। কিন্তু, খুব বেশি খেলা দেখার সময় আমি পাই না। পাশাপাশি বয়সের কারণে নিজেও আর খুব বেশি ক্রিকেট খেলতে পারি না।'
ক্রিকেটের প্রসঙ্গ উঠতেই বর্ডার-গাভাসকার ট্রফির কথাও ওঠে। বর্তমানে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে। এই সিরিজের প্রথম ম্য়াচটা অস্ট্রেলিয়ার পারথে আয়োজন করা হয়েছে।
চন্দ্রচূড় বললেন, 'আমি কোনও ক্রিকেট ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাই না। তবে প্রতিদিন রাতে ৫-৭ মিনিট হাইলাইট দেখে নিই। বিরাট কোহলি কেমন খেলল, রবিচন্দ্রন অশ্বিন কেমন বল করল, কিংবা জসপ্রীত বুমরাহ ভাল পারফরম্য়ান্স করল না খারাপ। পারথে বুমরাহ সত্যিই খুব ভাল বল করেছে।' প্রসঙ্গত, পারথ টেস্টের প্রথম ইনিংসে বুমরাহ ৫ উইকেট শিকার করেন। সেকারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দল মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায়।
এরপর সাংবাদিকরা তাঁর প্রিয় ক্রিকেটারের নাম জানতে চান। জবাবে চন্দ্রচূড় জানালেন, বর্তমান ক্রিকেটারদের মধ্যে জসপ্রীত বুমরাহ এবং বিরাট কোহলিকে তাঁর ভাল লাগে। তাঁর কথায়, 'সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রাহুল দ্রাবিড়কেই তাঁর ভাল লাগে। অলওয়েজ স্টেবল, অলওয়েজ সলিড।'